সেরা নবাগত বিভাগে মনোনয়ন পাওয়া চার অভিনয়শিল্পী। কোলাজ
সেরা নবাগত বিভাগে মনোনয়ন পাওয়া চার অভিনয়শিল্পী। কোলাজ

‘ বাবা আমাদের ভাইবোনকে ডেকে নিয়ে অনুষ্ঠান দেখাতে বসাতেন’

প্রকাশিত হয়েছে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৩-এর তারকা জরিপে মনোনয়নপ্রাপ্তদের নামের তালিকা। দর্শকের ভোটে নির্বাচন করা হয়েছে এই তালিকা। ২৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৩–এর রজতজয়ন্তী অনুষ্ঠান। ওই দিন জানা যাবে এবারের বিজয়ীদের নাম। তার আগে জেনে নেওয়া যাক মনোনয়ন পেয়ে তাঁদের অনুভূতি। গ্রন্থনা: মইনুল ওয়াজেদ

সেরা নবাগত অভিনয়শিল্পী
ইরফান রনি
, (`সাড়ে ষোলো')
ছোটবেলায় অপেক্ষায় থাকতাম কবে আসবে মেরিল–প্রথম আলো পুরস্কার। দেশের প্রিয় তারকারা একত্র হবেন এক ছাদের নিচে। একজন দর্শক হিসেবে বিনোদন জগতের সব কাজ মেরিল-প্রথম আলো পুরস্কারের এই আয়োজনের মাধ্যমে পেত পূর্ণতা। বাবা আমাদের ভাইবোনকে ডেকে নিয়ে অনুষ্ঠান দেখাতে বসাতেন। তাই মেরিল আমার জন্য শুধু একটা পুরস্কার নয়, মেরিল-প্রথম আলো আমার ছোটবেলার সঙ্গে, আমার বাবার স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা আবেগ। অনেক স্বপ্ন নিয়ে ইয়াসির আল হক পরিচালিত সাড়ে ষোলোর মাধ্যমে আমার যাত্রা শুরু করেছি। দর্শক আমার কাজকে ভালোবেসে, আমাকে সেরা চারে চূড়ান্ত মনোনয়নে পৌঁছে দিয়েছেন বলে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করি। আমি কৃতজ্ঞ তাঁদের প্রতি, যাঁরা আমাকে বিভিন্ন মাধ্যমে ভোট দিয়েছেন। এই আয়োজন আমার জন্য স্মৃতিময় হয়ে থাকবে, হবে অনুপ্রেরণার।

নাজনীন নীহা। অভিনেত্রীর সৌজন্যে

নাজনীন নাহার নিহা, (`লাভ সেমিস্টার')
মনোনয়ন পাওয়াটা আমার কাছে মনে হয়েছে অনেক বড় পাওয়া। খুবই ভালো লাগছে। ভবিষ্যতে আরও সুন্দরভাবে মনপ্রাণ দিয়ে ভালোভাবে কাজ করার দায়বদ্ধতা বাড়িয়ে দিল এই মনোনয়ন। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথম আলোকে এবং যাঁরা ভোট করছেন তাঁদের।

টুপুর

মেঘলা টুপুর, (`ভাইরাস')
মেরিল–প্রথম আলো পুরস্কারে আমাকে মনোনীত করায় প্রথমেই কৃতজ্ঞতা জানাই দর্শকদের। মনোনয়ন পেলে অনেক খুশি ও আনন্দ লাগে। এটি আমার কাছে সত্যিই অদ্ভুত বিষয় মনে হচ্ছে। কারণ, আমি আমার যমজ বোন রোদেলাকে এই পুরস্কার জিততে দেখেছি এবং এখন আমিও এর অংশ। মনোনীত হয়ে আমি বুঝতে পেরেছি, দর্শকেরা আমার অভিনয় পছন্দ করেছেন। তাঁদের ভোটে শীর্ষ চারের অংশ হতে পেরে আমি সত্যিই সম্মানিত।

মোস্তফা সরয়ার ফারুকী, `সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি'
প্রতিক্রিয়া পাওয়া যায়নি।