একনজরে দেখে নেওয়া যাক বহুল প্রতীক্ষিত ১০ হলিউড সিনেমা কোনগুলো
অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াসপ: কোয়ান্টাম্যানিয়া
‘অ্যান্ট-ম্যান’ সিনেমা সিরিজের তৃতীয় কিস্তি। চলতি বছরের প্রথম ভাগের সবচেয়ে বহুল প্রতীক্ষিত সিনেমা বলা যায় এটিকে। এবারও ছবিটির প্রধান চরিত্রে দেখা যাবে পল রাডকে। এটি মুক্তি পাবে আগামী ১৭ ফেব্রুয়ারি।
শাজাম! ফিউরি অব দ্য গডস
ডিসি কমিকসের নতুন ছবিটি প্রেক্ষাগৃহে আসবে ১৭ মার্চ। ডেভিড এফ স্যান্ডবার্গের ছবিটিতে অভিনয় করেছেন জ্যাচারি লেভি, অ্যাশার এঞ্জেল, জ্যাক ডিলান প্রমুখ।
জন উইক: চ্যাপ্টার ফোর
পর্দায় জন উইক হয়েই নিজের মৃতপ্রায় ক্যারিয়ার চাঙা করেছিলেন কিয়ানু রিভস। ২৪ মার্চ তিনি হাজির হবেন সিনেমাটির চতুর্থ কিস্তি নিয়ে।
গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম ৩
আগের দুই কিস্তির মতো এটিরও পরিচালক জেমস গান। বরাবরের মতোই তারকাবহুল এই মার্ভেল সিনেমাটিতে অভিনয় করেছেন ক্রিস প্যাট, জোয়ি সালডানা, ভিন ডিজেল, ব্রাডলি কুপার প্রমুখ। ছবিটি মুক্তি পাবে ৫ মে।
ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি
চলতি বছর শেষবারের মতো ইন্ডিয়া জোন্সের চরিত্রে দেখা যাবে হ্যারিসন ফোর্ডকে। ছবিটি মুক্তি পাবে ৩০ জুন।
মিশন: ইমপসিবল—ডেড রিনোকিং পার্ট ওয়ান
আরও বছর আগেই মুক্তি পাওয়ার কথা ছিল ‘মিশন: ইমপসিবল'-এর নতুন কিস্তি। কিন্তু কোভিড বাধায় হয়নি। অবশেষে ১৪ জুলাই মুক্তি পাবে ছবিটি। পরিচালক ক্রিস্টোফার ম্যাকুইরি।
বার্বি
এবার রোমান্টিক কমেডি নিয়ে হাজির হবে গ্রেটা গারউইগ। মার্গট রবি, রায়ান গসলিং, উইল ফ্যারেল অভিনীত ছবিটি মুক্তি পাবে ২১ জুলাই।
ওপেনহাইমার
রবার্ট ওপেনহাইমারের বায়োপিক ‘ওপেনহাইমার'। ক্রিস্টোফার নোলানের ছবিটিতে দেখা যাবে সিলিয়ান মার্ফি, এমিলি ব্লান্ট, রবার্ট ডাউনি জুনিয়র, ম্যাট ডেমন, ফ্লোরেন্স পিউকে। ছবিটি মুক্তি পাবে ২১ জুলাই।
ডিউন: পার্ট টু
২০২১ সালে মুক্তি পাওয়া আলোচিত সিনেমাটির সিকুয়েলটি দেখা যাবে আগামী ৩ নভেম্বর থেকে। ছবিতে দেখা যাবে টিমোথি শ্যালামে, রেবেকে ফার্গুসনকে।
দ্য হাঙ্গার গেমস: দ্য ব্যালাড অব সং বার্ডস অ্যান্ড স্নেকস
দ্য হাঙ্গার গেমস সিরিজের পঞ্চম কিস্তি, যা আবার ‘দ্য হাঙ্গার গেমস’-এর সরাসরি প্রিকুয়েল। ফ্যান্সিস লরেন্স পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে ১৭ নভেম্বর।