গত বছর মুক্তি পাওয়া একটি সিনেমায় প্লেব্যাক করে আলোচনায় আসেন তরুণ সংগীতশিল্পী আতিয়া আনিসা। আগামী ঈদুল ফিতরে তাঁর বেশ কয়েকটি গান শুনতে পারবেন শ্রোতারা। নতুন গানসহ নানা প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলল বিনোদন
ঈদুল ফিতরে আপনার কতগুলো গান প্রকাশ পাচ্ছে?
সেটা এখনই বলা মুশকিল। অনেকগুলো প্রতিষ্ঠানে সঙ্গে গান করেছি। গত তিন মাসে একক ও দ্বৈত, অডিও, ওয়েব ফিল্ম ও সিনেমার জন্য ১৫টি গানে কণ্ঠ দিয়েছি। কতগুলো ঈদে আসছে, তা এখনো জানতে পারিনি। এখন পর্যন্ত ঈদের জন্য ‘চুপিচুপি, ‘মন আমার উড়ান পাখি’সহ কয়েকটি গান চূড়ান্ত হয়েছে। তবে অনেকগুলো গানই ঈদে আসার কথা।
এখন তো গানে আপনার ব্যস্ততা বেড়েছে?
এখন মৌলিক গানে ব্যস্ততা বেড়েছে। সব শিল্পীই তো চান বেশি বেশি ভালো ভালো গান করতে, ভালো গানে সুযোগ পেতে। আমি এখন সেটি পাচ্ছি। তবে সব গানই যে গাওয়া হচ্ছে, তা নয়। বেছে বেছে ভালো ভালো গান গাওয়ার চেষ্টা করছি।
২০১৮ সালে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম। আমি তো গানের শিল্পী, গান নিয়েই থাকতে চেয়েছি। সে সময় ফিরিয়ে দিয়েছিলাম। ইদানীং নাটকের গান করতে গেলে নাটকের পরিচালকেরা নাটকে অভিনয়ের প্রস্তাব দেন, আমারও অভিনয়ে আগ্রহ তৈরি হয়েছে।
ব্যস্ততা বাড়লেও আলোচিত গানের সংখ্যা কম...
‘চল নিরালয়’-এর পর দ্বৈত কণ্ঠে আমার আরও তিনটি গান প্রকাশিত হয়েছে—‘আয়না বায়না’, ‘জাদুর আয়না’ ও ‘চুপিচুপি ভালোবাসি’। গান তিনটি ওইভাবে আলোচিত না হলেও শ্রোতারা খারাপ বলেননি। তবে চরকির ওয়েব ফিল্ম ‘আন্তঃনগর’-এর দ্বৈত গাওয়া ‘জাদুর আয়না’ বেশ আলোচনায় ছিল।
মনে হয় না, অডিও গানে ভাটা পড়েছে?
হ্যাঁ, অনেকটাই ভাটা পড়েছে। কিন্তু বিচ্ছিন্নভাবে অনেক গান হচ্ছে। তার মধ্যে অনেক গানই বিভিন্ন ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও আকারেই প্রকাশিত হচ্ছে। তা ছাড়া বেশির ভাগ অডিও প্রতিষ্ঠানগুলো নাটকের গানে চলে গেছে। তাই অডিও গান খুব একটা আলোচনায় আসছে না। অডিও গানে শ্রোতাও কমেছে। তবে সিনেমার গান বেশি আলোচিত হচ্ছে। তার কারণও আছে।
কী কারণ?
ফিল্মের গানের সঙ্গে নায়ক-নায়িকা জড়িত থাকেন। তাঁরা নিজেরাও গানগুলোর প্রচার চালান। নায়ক-নায়িকার লাখ লাখ ভক্ত ওই গানগুলো শোনেন। গানগুলো বড় পরিসরে হয়। নানাভাবেই সিনেমার গানের প্রচার বেশি হয়। এসব দিক থেকে অডিও গানের চাইতে সিনেমার গান এগিয়ে আছে। এক যুগ আগেও বিপরীত চিত্র ছিল।
অভিনয়ের প্রস্তাবও নাকি পাচ্ছেন?
২০১৮ সালে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম। আমি তো গানের শিল্পী, গান নিয়েই থাকতে চেয়েছি। সে সময় ফিরিয়ে দিয়েছিলাম। ইদানীং নাটকের গান করতে গেলে নাটকের পরিচালকেরা নাটকে অভিনয়ের প্রস্তাব দেন, আমারও অভিনয়ে আগ্রহ তৈরি হয়েছে। ভালো পরিচালক, ভালো প্রজেক্ট হলে নাটকে অভিনয় করতেও পারি।