তরুণ প্রজন্মের অভিনয়শিল্পী কেয়া পায়েল এখন নাটকের কাজ কমিয়ে দিয়েছেন। ভিন্ন পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। এর মধ্যে তাঁর অভিনীত বাস ট্রিপ নাটকটি ট্রেন্ডিংয়ে রয়েছে। এর বাইরে তাঁর ভাবনাচিন্তা নিয়ে গত সোমবার দুপুরে যখন কথা হয়, তখন উত্তরায় নতুন নাটকের শুটিং করছেন।
কোন নাটকের শুটিংয়ে আছেন?
কেয়া পায়েল: আমি এখন যে নাটকের শুটিং করছি, নামটা এখনো ঠিক হয়নি। পরিচালক সোহাগ, সহশিল্পী তৌসিফ মাহবুব। এই নাটকের গল্পটা বেশ ইন্টারেস্টিং। কমেডি ধাঁচের। শুটিং করেও বেশ মজাই লাগছে।
বলেছিলেন, নাটকের শুটিং কমিয়ে দিয়েছেন। কমিয়ে দেওয়ার পেছনে কোনো কারণ আছে কি?
কেয়া পায়েল: ঠিক সেভাবে অবশ্য কমিয়ে দিইনি। করছি। তবে হিসাব করলে আগের তুলনায় কম করছি। কারণ, আমি এখন সংখ্যা বাড়াতে চাইছি না। আমার কাছে এখন মানের ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বেশ কিছুদিন ধরে আমার এ উপলব্ধি। তাই বুঝেশুনে গল্প বাছাই করছি। কাজ করে যাতে নিজের সন্তুষ্টিও থাকে।
আপনার অভিনীত ‘বাস ট্রিপ’ নাটকটি এখন ট্রেন্ডিংয়ে শীর্ষে। নাটকটি কেন জনপ্রিয়তা পেল বলে মনে করেন?
কেয়া পায়েল: নাটকের ভাবনাটাই তো দারুণ। আমরা কাজটা করার সময়েও বেশ মজা পেয়েছি। তখনই ভেবেছিলাম, ভিন্ন রকম কিছু একটা হবেই। আমার মনে হয়, এ ধরনের নাটক বাংলাদেশের দর্শকেরা পছন্দও করেন। তা না হলে তো ট্রেন্ডিংয়েও তো থাকত না। নাটকের ধরনটা পারিবারিক ড্রামানির্ভর, এন্টারটেইনিংও বটে। নাটকের পরিচালক মহিদুল মহিম এ ধরনের নাটক এর আগেও করেছেন। আমার মনে হয়, তিনি দর্শকের পালসটা ভালোই বুঝতে পারেন। সহশিল্পী জোভান ভাইও আমাকে এই নাটকের শুটিংয়ে দারুণ সহযোগিতা করেছেন। সব মিলিয়ে এটা চমৎকার একটা টিমওয়ার্কও বটে।
যাঁরা এখনো নাটকটি দেখেননি, নাটকটিতে আপনার চরিত্র সম্পর্কে তাঁদের যদি ধারণা দিতেন।
কেয়া পায়েল: নাটকের চরিত্রে আমাকে বেশ চটপটে, খুবই রোমান্টিক, স্বামীভক্ত হিসেবে দেখা যায়। যাঁরা আমার কাজ দেখেন, তাঁরা অন্য রকম একজন আমিকে খুঁজে পাবেন। দেখার পর তাঁরা বুঝতে পারবেন। তাই বলব, আগে দেখুন।
গত বছর বলেছিলেন, এখন বেছে বেছে কাজ করবেন। গত এক বছরে আপনার নাটকের বাছাই নিয়ে নিজে কতটা সন্তুষ্ট?
কেয়া পায়েল: চেষ্টা করেছি, আগের তুলনায় কমিয়ে দিয়ে আরও ভালো কিছু করার। এখনো চেষ্টা চলছে। যখন থেকে এই সিদ্ধান্ত নিয়েছি, আমার কাজগুলো ভিন্নধর্মী হচ্ছে। পরিচালকেরা গতানুগতিকতার বাইরেও গল্পের প্রস্তাব দিচ্ছেন। আমিও মোটামুটি সন্তুষ্ট। আশা করি, যতই দিন যাবে, এই সন্তুষ্টিও বাড়বে।
আপনার অভিনীত ছাড়া গত ঈদে প্রচারিত আর কোনো নাটক দেখা হয়েছে কি?
কেয়া পায়েল: আমার নাটক ছাড়াও অনেক নাটক দেখেছি। অবসরেও দেখা হয়। আমার সমসাময়িক যাঁরা কাজ করছেন, তাঁদের কাজ দেখলে শিখতেও পারি। এমনটাও মনে হয়, সহশিল্পীর কাজ দেখলে তাঁরা কী ধরনের কাজ করছেন জানা যায়। ভালো কাজের খবর পেলে অবশ্যই দেখি। দেখার পর ভালো লাগলে প্রশংসাও করি। গত ঈদে অবশ্য অনেকগুলো ভালো কাজ এসেছেও। অন্যের কাজ যেমন দেখি, নিজের কাজও কোনোটা বাদ যায় না।
আইন বিষয়ে পড়ালেখা শেষ করেছেন। আগে বলেছেন আইন নিয়ে উচ্চতর ডিগ্রি নিতে চান...কী অবস্থা?
কেয়া পায়েল: মাত্রই এলএলবি শেষ করেছি। নাটকের ব্যস্ততায় আর এগোতে পারিনি। আইন বিষয়ে বড় ডিগ্রি নেওয়ার ইচ্ছা আছে, সেটাও অবশ্যই করব।
সিনেমা নিয়ে আপনার ভাবনা কী?
কেয়া পায়েল: সিনেমার প্রস্তাব পেয়েছিলাম। করা হয়নি। আপাতত নাটক করছি। সিনেমা নিয়ে আপাতত ভাবছি না। যদি ভালো গল্প পেয়ে যাই, আমার সবকিছু পছন্দ হয়ে যায়, তাহলে অবশ্যই করব। আমিও তাই অপেক্ষায় আছি।