সানিয়া সুলতানা লিজা। ছবি : ইনস্টাগ্রাম থেকে
সানিয়া সুলতানা লিজা। ছবি : ইনস্টাগ্রাম থেকে

বিয়ের খবর জানানোর জন্য সুন্দর সময়ের অপেক্ষায় ছিলাম: লিজা

গতকাল বিয়ের খবর জানিয়েছেন সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী সবুজ খন্দকারের সঙ্গে বিয়ে হয়েছে তাঁর। বিয়ে, গানসহ নানা প্রসঙ্গে গতকাল রাতে তাঁর সঙ্গে কথা বলল বিনোদন
প্রশ্ন

আপনাকে অভিনন্দন।

ধন্যবাদ।

সানিয়া সুলতানা লিজা ও সবুজ খন্দকার
প্রশ্ন

আপনাদের পরিচয়টা কীভাবে হয়েছিল?

২০১৫ সালের দিকে আমি গানের শো করতে যুক্তরাষ্ট্রে যাই, তখনই পরিচয়। এরপর বন্ধুত্ব। গত বছর পারিবারিকভাবে আমাদের রেজিস্ট্রি হয়। এটি ছিল ঘরোয়া আয়োজন। আমরা ভেবেছিলাম, দেশের অবস্থা (রাজনৈতিক) একটু স্থিতিশীল হলে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করব। তা ছাড়া সবুজ দেশের বাইরে থাকে। সব মিলিয়ে সবাইকে জানানোর জন্য একটি সুন্দর সময়ের অপেক্ষায় ছিলাম।

সবুজ খন্দকার ও সানিয়া সুলতানা লিজা
প্রশ্ন

পরিচয় থেকে বন্ধুত্ব, সম্পর্কটা প্রেমে রূপ নিয়েছিল কবে?

বলতে পারেন, ২০২০-২১-এর দিকে। এর আগে টুকটাক কথাবার্তা হয়েছে, দূরত্বের কারণে সেভাবে দেখাসাক্ষাৎ হতো না।

গত বছর পারিবারিকভাবে রেজিস্ট্রি হয় লিজা ও সবুজের
প্রশ্ন

বিয়ের পর কি একসঙ্গে ঘুরতে যাওয়া হয়েছে?

সেভাবে সুযোগ হয়নি। সবুজ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পারিবারিক ব্যবসা আছে; অনেক ব্যস্ত থাকে। আমিও গান নিয়ে ব্যস্ত, তাই সবকিছু ব্যাটে-বলে মিলছিল না।

সানিয়া সুলতানা লিজা। ছবি : ইনস্টাগ্রাম থেকে
প্রশ্ন

স্বামীর কোন বিষয়টা সবচেয়ে ভালো লাগে?

ও সংস্কৃতিমনা, গান পছন্দ করে। এ ছাড়া আমার কাজের ক্ষেত্রে স্বাধীনতা আছে—এটা করতে পারব, এটা পারব না, এমন কোনো বাধা নেই।

প্রশ্ন

আপনার কোন গানগুলো তাঁর বেশি পছন্দের?

আমার সব গানই সে পছন্দ করে। তবে সিলন মিউজিক লাউঞ্জে যে পুরোনো দিনের গানগুলো করলাম, সেগুলো বেশি পছন্দ করে।

সানিয়া সুলতানা লিজা। ছবি : ইনস্টাগ্রাম থেকে
প্রশ্ন

এবার গানের কথায় আসি, ব্যস্ততা কেমন?

এখন তো শো করার সময়, পুরোদমে ব্যস্ত থাকার কথা। কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে অনেক শো স্থগিত হচ্ছে, কাজ একটু কম। আমার মনে হচ্ছে, জানুয়ারির পর থেকে হয়তো শো বাড়বে। এর মধ্যে আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে কিছু মৌলিক গান প্রকাশ করব। গানগুলো রেকর্ড করা হয়েছে, মিউজিক ভিডিও নিয়ে পরিকল্পনা করছি। হরতাল, অবরোধের কারণে মিউজিক ভিডিও করারও সুযোগ পাচ্ছি না।

প্রশ্ন

আপনি ২০০৮ সালে যখন শুরু করেছিলেন, তখন তো ছিল অ্যালবামের যুগ। এরপর গত ১৫ বছরে সংগীতে তো নানা বদল হয়েছে। পেছন ফিরে দেখলে কী মনে হয়?

নিজেকে সৌভাগ্যবান মনে হয়। কারণ, আমি অনেকগুলো পর্যায় দেখেছি। অ্যালবাম প্রকাশের অনুভূতি কেমন হয় দেখেছি, এরপর এল সিঙ্গেল, এখন তো মিউজিক ভিডিও-নির্ভর হয়ে গেছে। তবে আমি অ্যালবামের সময়টা মিস করি। একটা অ্যালবামে আমরা বিভিন্ন রকমের গান দিতাম। মেলোডি, রোমান্টিক, সেমি-ক্ল্যাসিক্যাল, চটুল—সবই থাকত। ফলে একজন শিল্পীকে অনেক ভাঙা যেত। একটা গান দিয়ে তো আর শিল্পীকে বোঝা যায় না। অ্যালবাম থাকলে শিল্পী সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা করা যায়।