‘ব্যবসার পরিস্থিতি’ প্রকাশের এক বছর পর ‘বাজার গরম’ নিয়ে এলেন র্যাপার আলী হাসান। গত বৃহস্পতিবার গানটি প্রকাশের তিন দিনের মধ্যে ইউটিউবে ট্রেন্ডিংয়ের তালিকায় শীর্ষ উঠেছে এই গান। গানটি নিয়ে গত রোববার আলী হাসানের সঙ্গে কথা বলল ‘বিনোদন’।
‘বাজার গরম’ ইউটিউবের ট্রেন্ডিংয়ের শীর্ষে উঠেছে
আগের গানের মতো এই গান নিয়েও বড় কোনো আশা করিনি। গানটা এতটা আলোচিত হবে, ভাবিনি। আমি মানি, যেটা ভাগ্যে আছে, সেটাই হবে। এর বাইরে কারও কাছে কোনো কিছু পাওয়ার আশা করি না।
গানটা কবে করলেন?
মাঝখানে কোনো গান করিনি। আমার সঙ্গে আরও ১১ জন রয়েছে; ওদের তাগাদায় গানটা করেছি। ওরা বলছিল, ‘ভাই, গান করি।’ তবে মনে চাইলেই তো আর গান করা যায় না। আমি বলেছিলাম, সময় লাগবে। চার দিনের মধ্যে লিরিক লিখেছি, তবে সেটা ভাবতে ছয় মাস লেগেছে।
গানের কথা, সুর ও গায়কির পাশাপাশি গানের ভিডিও চিত্রেও আপনাকে পাওয়া গেছে। কোন প্রেক্ষাপটে গানটা লিখলেন?
আগের গানটা ভাইরাল হওয়ার পরও তেমন কোনো কাজ পাইনি। টুকটাক গানের কাজ এগিয়ে নিচ্ছিলাম আর দু-একটা হলুদের আয়োজনে গান করেছি। বেশির ভাগ সময় বাসায় কেটেছে। বিকেলের দিকে বাসার পাশেই একটা ভ্যানের গ্যারেজে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম। বন্ধুদের মধ্যে অনেকেই ভ্যানচালক, ওদের সঙ্গে আড্ডার মধ্যেই গানের ভাবনাটা পেলাম, পরে লিখে ফেললাম।
‘ব্যবসার পরিস্থিতি’ থেকে ‘বাজার গরম’—আপনার গানে সময়টাকে ধরার চেষ্টা থাকে।
র্যাপ আসলে এমনই। গানের মধ্যে বার্তা থাকে। চোখের সামনে যে বাস্তবতা দেখি, সেটাই গানে তুলে ধরি। তবে একেক গানে একেক রকম সুর করার চেষ্টা করি।
গানে কাকে অনুসরণ করেন?
কাউকে অনুসরণ করি না, তবে যুক্তরাষ্ট্রের হিপহপ গানের দল বন থ্যাগস অ্যান্ড হারমোনির গান আমি নিয়মিত শুনি, ভালো লাগে।
মাঝখানে আপনার বিদেশে যাওয়ার কথা ছিল, গেলেন না কেন?
ভেবেছিলাম, বিদেশে গিয়ে কাজকর্ম করব। কিন্তু ‘ব্যবসার পরিস্থিতি’ গানটা ভাইরাল হওয়ার পর দেশেই থাকার সিদ্ধান্ত নিয়েছি। দেশেই আছি, বিদেশে যাওয়ার জন্য যে টাকা রেখেছিলাম, সেটা দিয়ে একটা ব্যবসা করছি।
ব্যবসার পাশাপাশি গানেও আপনাকে নিয়মিত পাওয়া যাবে?
আমি মানুষের ভালোবাসা নিয়েই থাকতে চাই। তবে ব্যবসায় পুরোপুরি মনোযোগ দেব, ব্যবসা ঠিক রেখে পারলে গান করব। আমার সঙ্গে ১১ জন ছেলে কাজে করে, সবারই সংসার আছে। গানবাজনা নিয়ে আগের মতো পরিকল্পনা করি না। হয়তো বছরে দু-একটা গান করব।
প্রকাশের অপেক্ষায় কী কী গান আছে?
আরও পাঁচ-ছয়টার মতো গান লেখা আছে, কোনোটির কাজ ৯৫ শতাংশের মতো হয়েছে। সেগুলো একে একে শেষ করব।
আপনি গানে এলেন কবে?
২০১৭ সালে খাসবাংলা নামে একটি ইউটিউব চ্যানেলে ‘ফকিন্নি’ শিরোনামে প্রথম গান প্রকাশ করেছি। এরপর ‘ধর মার’ শিরোনামে আরেকটি গান করি। তবে গত বছর ‘ব্যবসার পরিস্থিতি’ প্রকাশের পর মানুষের অনেক ভালোবাসা পেয়েছি।