উপস্থাপনা দিয়ে পরিচিতি পেলেও মাঝেমধ্যে নাটকে অভিনয় করেন শ্রাবণ্য তৌহিদা। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে দেশের বিভিন্ন টেলিভিশনে খেলার অনুষ্ঠান উপস্থাপনা নিয়ে এবারও ব্যস্ত সময় পার করছেন তিনি। গতকাল তাঁর সঙ্গে কথা বলল বিনোদন।
ক্রিকেট বা ফুটবলের বড় আসর শুরু হলেই একাধিক চ্যানেলে অনুষ্ঠান উপস্থাপনা করেন। এবারও কি তা–ই?
এবারের সংখ্যাটা বেশ ভালো। প্রতিদিনই লাইভ থাকছে। চ্যানেল টোয়েন্টিফোর ও গাজী টিভিতে হোস্ট হিসেবে আছি। আর গেস্ট হিসেবে আছি বিভিন্ন চ্যানেলে।
অতিথি নাকি উপস্থাপক কোন পরিচয়ে কথা বলতে ভালো লাগে?
অবশ্যই উপস্থাপক হিসেবে। কারণ, সবকিছু আমার নিয়ন্ত্রণে থাকে। আবার অতিথি হিসেবে সেটা অন্যরকম ভালো লাগে। অন্যের কন্ট্রোলে থাকলেও বিষয়টি মন্দ লাগে না।
অন্যবারের চেয়ে এবার খেলার অনুষ্ঠানের বৈচিত্র্য কেমন মনে হচ্ছে?
বৈচিত্র্য তো বাংলাদেশ দলই দেখাতে পারছে না। আমরা কী দেখাব (হাসি)। অনেকে বলে, তোমার শো হিট, কিন্তু বাংলাদেশ দল কেন হিট করতে পারছে না? আমি বলেছি, এক্স ফ্যাক্টর মিসিং। বাংলাদেশ দল যদি ভালো করত তাহলে অনুষ্ঠানগুলো আরও বৈচিত্র্যময় হতে পারত। আমার তো আরেকটা কুইজ শো করার কথা ছিল; কিন্তু বাংলাদেশ দলের ফালতু পারফরম্যান্সের কারণে ওটা পরের দিকে করছি, সেমিফাইনাল ও ফাইনালের দিকে হবে হয়তো।
ব্রাজিলিয়ান ফুটবল তারকা রোনালদিনিওর বাংলাদেশে আসার অনুষ্ঠান উপস্থাপনা নিয়ে ফেসবুকে তিক্ত অভিজ্ঞতার কথা লিখলেন কেন?
তিক্ত অভিজ্ঞতা অবশ্য আমি বলব না। এটা আমার জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা। এ ইভেন্টের কথা আমার নাতি-পুতিদেরও বলতে পারব। আমি রোনালদিনিওর ইন্টারভিউ করেছি। তাঁকে উই লাভ ইউ বলেছি এবং তিনিও পর্তুগিজ ভাষায় বলেছেন, ‘তোমাদের ভালোবাসি।’ তবে তিনি যে ইংরেজিতে কথা বলতে পারেন না, তা আমরা আগে থেকে জানি। আমাকে বলা হয়েছিল দোভাষী আছে। তাই রাতদিন পরিশ্রম করে মজার প্রশ্ন তৈরি করেছি। পরে দেখি দোভাষী নেই, আয়োজকেরা যা তা। তারপরও তাৎক্ষণিকভাবে পর্তুগিজ ভাষায় যা পেরেছি বলার চেষ্টা করেছি। মজার সব প্রশ্ন করেছি। কিন্তু এজেন্ট আমাকে প্রশ্ন করতে দেয়নি। অনুষ্ঠানের শুরুতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে যা ঘটেছে, তা মোটেও কাঙ্ক্ষিত নয়। অনুষ্ঠানের ওই পর্যায়ে আমি উপস্থাপনা করিনি, দর্শক সারিতে ছিলাম। এ ঘটনা অনুষ্ঠান শুরুর আগে ঘটেছে। তবে আমি মনে করি, ওই পর্ব আরও পেশাদারভাবে করা সম্ভব বা উচিত ছিল।
খেলাধুলার অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে বাংলাদেশ দলের এখন পর্যন্ত পারফরম্যান্সে কী মনে হচ্ছে?
আমি খেলাপ্রেমী। সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশ জিতবে, এটা ভাবিনি। আমি ভেবেছি, বাংলাদেশ ফাইটিং স্কোর করবে। সেটা খুবই মিসিং। তাই এটা মানতে কষ্ট হচ্ছে। তবে আমি এখনো বিশ্বাস করছি, বাংলাদেশ পরের চারটা ম্যাচের সব কটিতে জিতবে।
দীর্ঘদিন খেলাধুলার অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে নিশ্চয়ই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। তাদের সঙ্গে কি খেলা নিয়ে নিজের ভালো-মন্দ অভিজ্ঞতা শেয়ার করা হয়?
(হাসি) এখন মাঠে যারা আছে, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। আমি চাইও না ওদের মনোসংযোগ নষ্ট করতে। তবে সাবেক ক্রিকেটারদের মধ্যে হাবিবুল বাসার সুমন, খালেদ মাসুদ পাইলট, গাজী আশরাফ হোসেন লিপু, সানোয়ার হোসেন, ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরীদের সঙ্গে তো খেলাধুলা নিয়ে আলাপ করি।
বর্তমান বাংলাদেশ দলে যারা আছেন, তাদের মধ্যে কার কার সঙ্গে আপনার ভালো বন্ধুত্ব রয়েছে?
কার সঙ্গে ভালো বন্ধুত্ব বলা যাবে না (হাসি)। বন্ধুত্ব বলতে ক্রিকেটারেরা আমাকে নিরাপদ মনে করে, কিন্তু ওদের স্ত্রীরা তো আমাকে নিরাপদ মনে করে না। এটাও তো মানতেই হবে, আমি নিঃসন্দেহে অনেক সুন্দরী। অনেকে এটা বলেও। আমার কিন্তু সাকিব আল হাসানের স্ত্রীর সঙ্গেও ভালো খাতির। সাকিবের মেয়ের জন্মদিনে তাঁর স্ত্রী আমাকে আমন্ত্রণ করেছে। সাকিব, মাশরাফি, মাহমুদউল্লাহ রিয়াদকে আমি খুব পছন্দ করি। মুশফিক ও আমার ছেলের স্কুলও একই। ঢাকায় থাকলে আমাদের সঙ্গে স্কুলে প্রায়ই দেখা হয়।
এবার সিনেমার প্রসঙ্গে আসি...
একটা কথা কি জানেন, ‘বসগিরি’ সিনেমায় অভিনয়ের জন্য প্রযোজক টপি খান আমাকে প্রস্তাব দিয়েছিলেন। জাজ মাল্টিমিডিয়ার আবদুল আজিজ ভাইও প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তখন করা হয়নি। কারণ, বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এতটা সুন্দর ছিল না। তা ছাড়া ছবির গল্পের সঙ্গেও আমি যাই বলেও মনে হয়নি।
এখন কি তাহলে সিনেমা করতে চান?
অবশ্যই করতে চাই। ‘প্রিয়তমা’র মতো মুভি বললে অবশ্যই লুফে নেব। ‘হাওয়া’ ও ‘আয়নাবাজি’র মতো মুভির কথা বললেও করব। ‘আয়নাবাজি’ ছবিতে নাবিলা অভিনয় করেছে না, সে তো আমার মতো উপস্থাপিকা ছিল।
প্রথম সিনেমায় নায়ক হিসেবে কাকে চান?
শুরুতে গল্পটা ভালো চাই। তবে হ্যাঁ, এটাও ঠিক, শাকিব খানের সঙ্গে সবাই সিনেমা করতে চায়, আমিও করতে চাই। যদি স্ক্রিপ্ট পছন্দ হয় এবং দ্রুত লাইমলাইটে আসা যায়। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে সুপারস্টার তো শাকিব খানই আছে। এর বাইরে আরিফিন শুভ আর সিয়ামের সঙ্গেও অভিনয় করতে চাই।