শীতের কষ্ট ভুলে গিয়েছিলাম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’ আজ মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিন ছবিটি শুধু বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে। এ ছবির মুক্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বগুড়ায় ছবিটির প্রচারণায় অংশ নেন চিত্রনায়িকা পূর্ণিমা, আহমেদ রুবেলসহ অন্য কলাকুশলীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহেনা নিবেদিত এ ছবিতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। ‘চিরঞ্জীব মুজিব’–এর প্রচারণার ফাঁকে কথা হয় চিত্রনায়িকা পূর্ণিমার সঙ্গে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন পূর্ণিমা
ছবি : প্রথম আলো
প্রশ্ন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’
চলচ্চিত্রে প্রধানমন্ত্রীর মা বেগম ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করেছেন। অনুভূতি কেমন?

ইতিহাসনির্ভর চলচ্চিত্রে আগেও অভিনয় করেছি। মুক্তিযুদ্ধের কাহিনি নিয়ে নির্মিত ‘মেঘের পর মেঘ’ ছবিতে অভিনয় করেছি। কিন্তু বায়োপিকে এটাই প্রথম অভিনয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিংবা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছাকে কখনো কাছ থেকে দেখার সৌভাগ্য হয়নি। বই-পুস্তক আর পত্রপত্রিকায় তাঁদের চরিত্র সম্পর্কে ধারণা পেয়েছি। কিন্তু বঙ্গমাতা চরিত্রে অভিনয় করব, সেটা কখনো ভাবিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এটি বড় পর্দায় মুক্তি পাওয়া পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। আর ইতিহাসের অনন্য চরিত্র বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা। তাঁর চরিত্রকে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি, অভিনয়ে কতটুকু সফল হয়েছি, ছবিটি দেখার পর সেই রায় দেবেন দর্শকেরা। নির্মাতাদের নির্দেশনা মোতাবেক আমি চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এই চলচ্চিত্রটি কখনো ইতিহাসের গহিনে হারিয়ে যাবে না। এ ছবির কারণে সারা জীবন দর্শকেরা আমাকে মনে রাখবেন।

প্রশ্ন

বাণিজ্যিক ধারার সিনেমার নায়িকা পূর্ণিমা থেকে বঙ্গবন্ধুর বায়োপিক ‘চিরঞ্জীব মুজিব’–এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা ফজিলাতুন্নেছা। নায়িকা পূর্ণিমাকে মায়ের চরিত্রে দেখবেন দর্শক?

বঙ্গবন্ধুর বায়োপিকে হাসুর মায়ের চরিত্রে অভিনয় করলেও কিন্তু সেখানে নায়িকা চরিত্রই করেছি। ছবিটিতে মায়ের চরিত্র হলেও ফজিলাতুন্নেছা চরিত্রটা কিন্তু অল্প বয়সী।

বৃহস্পতিবার বগুড়ায় ছবিটির প্রচারণায় অংশ নেন চিত্রনায়িকা পূর্ণিমা, আহমেদ রুবেলসহ অন্য কলাকুশলীরা
প্রশ্ন

‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রের শুটিং কবে করেছিলেন?

জানুয়ারি মাসে। তীব্র শীতের মধ্যে ছবির শুটিংয়ের জন্য সেট ফেলা হয়েছিল মানিকগঞ্জে। শীতে শুটিং করতে অনেক কষ্ট হয়েছিল। তবে ছবির পটভূমির সঙ্গে মিল রেখে পুরোনো দিনের যে দৃশ্যপট এবং আবহ তৈরি করা হয়েছিল, তা দেখে শীতের কষ্ট ভুলে গিয়েছিলাম। ঠিক আবারও শীতে এবং জানুয়ারিতেই ছবিটি প্রেক্ষাগৃহে চলবে। দর্শকেরা হলে গিয়ে ছবিটি দেখলে কষ্ট-শ্রম স্বার্থক হবে।

প্রশ্ন

বঙ্গবন্ধুর বায়োপিকের আরও পর্ব নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতা। বেগম ফজিলাতুন্নেছা, শেখ হাসিনা ও শেখ রেহেনা এই তিন চরিত্রের যেকোনো একটি বেছে নিতে বললে কোনটিতে অভিনয় করবেন?

পরের পর্ব নির্মাণ হবে কি না, সেখানে আমাকে কাস্ট করা হবে কি না, সেটা নির্মাতার বিষয়। যখন প্রস্তাব আসবে, তখন সিদ্ধান্ত নেব কোন চরিত্রে অভিনয় করব।

প্রশ্ন

অনেক দিন পর আপনার অভিনীত নতুন কোনো চলচ্চিত্র প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। সর্বশেষ সিনেমা মুক্তির কথা মনে পড়ে?

সর্বশেষ কবে, আমার অভিনীত কোন ছবি মুক্তি পেয়েছে, এই মুহূর্তে মনে করতে পারছি না।

তীব্র শীতের মধ্যে ছবির শুটিংয়ের জন্য সেট ফেলা হয়েছিল মানিকগঞ্জে। শীতে শুটিং করতে অনেক কষ্ট হয়েছিল পূর্ণিমার
প্রশ্ন

১৯৯৭–এ জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ থেকে ২০২১–এ নজরুল ইসলামের ‘চিরঞ্জীব মুজিব’। ক্যারিয়ারের দুই যুগ তো পূর্ণ হলো।

আগামী জানুয়ারিতে অভিনয়জীবনের ২৫ বছর পূর্ণ হবে। একজন চিত্রনায়িকার জীবনে নিঃসন্দেহে এটা দীর্ঘ জার্নি। সামনে আরও ভালো চলচ্চিত্রে অভিনয় করতে চাই, দর্শকদের হৃদয়ে আরও যুগ যুগ বেঁচে থাকতে চাই।

প্রশ্ন

মনের মাঝে তুমি, হৃদয়ের কথা কিংবা আকাশ ছোঁয়া ভালবাসার সেই রোমান্টিক নায়িকা পূর্ণিমাকে আগের মতো পর্দায় দেখা যাচ্ছে না।

একজন অভিনেত্রীকে চরিত্রের প্রয়োজনে রোমান্টিকতার খোলস কখনো কখনো পাল্টাতে হয়। দর্শকেরা কিন্তু এখনো রোমান্টিক নায়িকা হিসেবেই আমাকে দেখতে চান। তবে সেটা নির্ভর করে নির্মাতার ওপর। ঐতিহাসিক কোনো গল্প ছাড়া আপাতত মা-বোনের চরিত্রে অভিনয় করব না। তবে গল্পের প্রয়োজনে রোমান্টিক ধাঁচের চলচ্চিত্র ছাড়াও ভালো গল্পের ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করতে রাজি আছি।

দর্শকেরা কিন্তু এখনো রোমান্টিক নায়িকা হিসেবেই আমাকে দেখতে চান। তবে সেটা নির্ভর করে নির্মাতার ওপর
প্রশ্ন

কী নিয়ে এখন বেশি ব্যস্ততা

ওটিটি প্লাটফর্ম টফিতে ‘স্টার সার্চ’ নামের একটি রিয়েলিটি শো শুরু হচ্ছে। সেখানে তারিক আনাম খান ও চঞ্চল চৌধুরীর সঙ্গে আমিও বিচারক হিসেবে থাকছি।