‘নিখোঁজ’ সিরিজটা আমাদের এখানে নতুন অভিজ্ঞতা

ওটিটি প্ল্যাটফর্মে নিজেকে আগেই প্রমাণ করেছেন শ্যামল মাওলা। এবার অভিনয় করলেন চরকি অরিজিনাল রিহান রহমানের ওয়েব সিরিজ ‘নিখোঁজ’–এ। অভিনয় ও অন্যান্য ব্যস্ততা নিয়ে কথা বললেন প্রথম আলোর সঙ্গে।

প্রশ্ন

কেমন আছেন?

জি, ভালো।

শ্যামল মাওলা
প্রশ্ন

‘নিখোঁজ’–এর প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন?

বেশ ভালো। যারা দেখছে, তারা সবাই মোটামুটি ভালোই বলছে। গল্পটার একটা জার্নি আছে। বেশ ভালো মোড় আছে গল্পে। দর্শককে চমক দেওয়ার জায়গা আছে। মানুষ পছন্দ করছে। স্লো বার্ন সিরিজ। যারা পছন্দ করে, তাদের কাছে খুবই ভালো লাগবে। আমরা স্লো বার্ন সিরিজ বাইরের দেশে দেখে অভ্যস্ত। আমাদের দেশে খুব একটা হয়নি। আমরা আসলে শুরু করলাম মাত্র। এর সঙ্গে ইউজ টু হওয়া সময়ের ব্যাপার।

প্রশ্ন

ঈদে কী কী কাজ আসছে?

একটু বেছে কাজ করছি। ঈদের জন্য একটা ফিকশন করলাম। সামনে আরও কিছু কাজ করার পরিকল্পনা আছে।

শ্যামল মাওলা
প্রশ্ন

ওটিটিতে আপনার অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে। তারকা না চরিত্রায়ণ, কোনটা পছন্দ?

আমি আগেও বলেছি, এখনো বলি, চরিত্র পছন্দ না হলে আমি অভিনয় করি না। চরিত্রায়ণই আমার কাছে গুরুত্বপূর্ণ।

প্রশ্ন

ওটিটি একটা নতুন মাধ্যম। এখানে অভিনয় করার অভিজ্ঞতা কেমন?

ওটিটিতে অভিনয়ের অভিজ্ঞতা দারুণ। এখানে চরিত্র, গল্প সবকিছু বৈচিত্র্যময় করে তুলে ধরার সুযোগ থাকে। বাজেট, সময় সবকিছু মিলে একটা স্পেস পাওয়া যায়। যেটা টেলিভিশনে অনেক সময় হয়ে ওঠে না।

প্রশ্ন

আপনার প্রিয় সিনেমার মধ্যে একটি ‘রং দে বাসন্তি’। এই ছবির কোন চরিত্রটা বেছে নেবেন নিজের জন্য?

আমি ভগত সিংয়ের চরিত্রটি করব। এই ছবিতে তিনি মন্ত্রীর ছেলের চরিত্রেও অভিনয় করেছেন।

প্রশ্ন

সম্প্রতি কোনো ছবি দেখেছেন, যেটা মনে ধরেছে?

‘বাধাই দো’ ছবিটা দেখলাম। রাজকুমার রাওয়ের অভিনয় অসাধারণ। এককথায় তাঁর অভিনয় দেখে আমি মুগ্ধ।

শ্যামল মাওলা
প্রশ্ন

দর্শকের কাছে এমন কিছু বলার আছে, যা এখানে আসেনি?

আমি বলতে চাই, ‘নিখোঁজ’ সিরিজটা আমাদের এখানে নতুন অভিজ্ঞতা। স্লো বার্ন সিরিজ খুব একটা আমাদের এখানে হয়নি। আমি দর্শককে বলব, কাজটা দেখুন, ভালো লাগবে।