তাঁকে আমি ভালোবাসতাম: ববিতা

ববিতা
ববিতা
>

একেবারে ঘরোয়া পরিবেশে গতকাল দেশবরেণ্য চলচ্চিত্র অভিনয়শিল্পী ববিতা জন্মদিন পার করলেন। জন্মদিনের শুভেচ্ছা জানানোর ফাঁকে কথা বলতে গিয়ে এই অভিনয়শিল্পী চলচ্চিত্র ও অন্যান্য প্রসঙ্গে কথা বললেন।

শুভ জন্মদিন আপা
ধন্যবাদ।

কীভাবে উদ্‌যাপন করলেন এবারের জন্মদিন?
এবার কিছুই করিনি। কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকলে সুবিধাবঞ্চিত অনেক শিশু আমার বাসায় আসত। গান শোনাত, আড্ডা দিতাম, খাবার খেতাম। এর বাইরে পরিচিতজনেরা শুভেচ্ছা জানায়। এবার অত আয়োজন রাখিনি। ছোট বোন চম্পা দেশের বাইরে, বড় বোন সুচন্দাও পারিবারিক কাজে ব্যস্ত। ছেলে অনিক কানাডায়, ওর সঙ্গে কথা হয়েছে। বলল, একটা উপহার কিনে রেখেছে। সারপ্রাইজ হিসেবে রেখে দিয়েছে।

জন্মদিন এলে কেমন লাগে?
মহা ধুমধাম করে জন্মদিন কখনোই উদ্‌যাপন করিনি। আমি মনে করি, এ নিয়ে এত হইচই করার কিছু নেই। মনে হয়, জীবন একটাই, এখনো অনেক কিছু করার আছে। কী করতে পারলাম না—এসব নিয়ে ভাবি।

বিএফডিসিতে যান?
যেতে ইচ্ছে করে না। অনুরোধে হঠাৎ গেলে দেখি, সেখানে টেলিভিশন অনুষ্ঠান, বিজ্ঞাপনচিত্রের শুটিং হচ্ছে। অথচ চলচ্চিত্র উন্নয়নে বরাদ্দকৃত এই জায়গায় নেই চলচ্চিত্রের ব্যস্ততা। এফডিসিতে এখন অনেক সমিতিও। কথা হচ্ছে এত সমিতি, ফলাফল কী। চলচ্চিত্রই যদি না থাকে এত সমিতি দিয়ে কী লাভ। শুধু সমিতিতে এফডিসি চালু থাকবে না! এসব শুনে অনেকে হয়তো কষ্ট পাবেন।

আপনার সমসাময়িক কবরী, শাবানাও অভিনয় করেছিলেন। কোনো ঈর্ষা হতো কি?
সত্যি কথা বলতে, আমাদের কারও মধ্যে ঈর্ষা কাজ করত না। সবাই ভাবতেন, কাজ নিয়েই আমাকে এগিয়ে যেতে হবে।

অভিনয়শিল্পী হিসেবে দুজনকে কীভাবে মূল্যায়ন করবেন?
দুজনেই অভিনয় দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন, মানুষের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন।

সমসাময়িক নায়কদের মধ্যে কে আপনার পছন্দের?
রাজ্জাক, তিনি তো অপ্রতিদ্বন্দ্বী। জাফর ইকবালকে ভীষণ পছন্দ করতাম। খুবই স্মার্ট, গুড লুকিং।

তাঁর সঙ্গে তো আপনার প্রেমের সম্পর্কের কথাও শোনা যেত?
তাঁকে আমি ভালোবাসতাম। সেও আমাকে ভালোবাসত। অবসর সময়ে আমাকে গান শেখাত। গিটার বাজিয়ে ইংরেজি গানের চর্চা করতাম।

শেষ তিন প্রশ্ন
সিনেমার অভিনয়ে কি আর ফিরবেন না?
দুটি ছবিতে অভিনয়ের প্রস্তাব নিয়ে সম্প্রতি আমার কাছে পরিচালক ও প্রযোজক এসেছিলেন। যেমন ছবি চাই, তেমন কোনো গল্প তো পাই না।

আপনার পছন্দের নায়কেরা?
অমিতাভ বচ্চনকে পছন্দ করে না এমন কেউ নেই। ভারতের কমল হাসানের অভিনয়ও খুব ভালো লাগত।

প্রিয় নায়িকারা
সুচিত্রা সেন অতুলনীয়। এর বাইরে জয়া ভাদুড়ী, রেখা ও মধুবালা।