কফি হাউসে শুটিং দিয়ে শুরু হয়েছে

কলকাতায় ‘ডিকশনারি’ ছবির শুটিংয়ের ফাঁকে মোশাররফ করিম। ছবি: সংগৃহীত
কলকাতায় ‘ডিকশনারি’ ছবির শুটিংয়ের ফাঁকে মোশাররফ করিম। ছবি: সংগৃহীত
>ভারতের পশ্চিমবঙ্গের ব্রাত্য বসুর ‘ডিকশনারি’ ছবিতে অভিনয় করছেন মোশাররফ করিম। শুটিংয়ের ব্যস্ততার ফাঁকে কলকাতা থেকে কথা বলেন প্রথম আলোর সঙ্গে।

প্রথমবারের মতো ভারতের চলচ্চিত্রে অভিনয় করছেন। কাজ করতে কেমন লাগছে?
খুবই ভালো। ১১ মার্চ শুটিং শুরু করেছি। ভারতে প্রথমবার কাজ করছি, একবারের জন্যও সেটা মনে হয়নি। টিমটা দারুণ, পরিচালক ব্রাত্য বসু মানুষটা দারুণ। দারুণ একটা গল্পে সিনেমার শুটিং চলছে। তাঁর সঙ্গে কাজ করতে ভালো লাগছে। শুটিং সব সময় যেভাবে হয়, সেভাবেই হচ্ছে। খুব ডিসিপ্লিন ওয়েতে কাজ করছি। ধরে ধরে যত্ন নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজটি করছি।

আপনার চরিত্রটা কী?
আমার চরিত্রের নাম ‘মকর’। তিনি একজন শিল্পপতি, ফ্যাক্টরির মালিক। অনেক টাকাপয়সা। মকরের ছেলে ইংরেজি–মাধ্যমে পড়ে। ছেলের সঙ্গে বাবার দ্বন্দ্ব নিয়েই ছবিটির গল্প। এর বেশি বলতে চাই না।

চরিত্রে একাত্ম হলেন কীভাবে?
গল্পই আমাকে চরিত্রের সঙ্গে একাত্ম করেছে। তা ছাড়া এ রকম চরিত্রের অনেককে আমি আমার চারপাশে দেখেছি। বলা যায়, মানুষ দেখার অভিজ্ঞতাই আমাকে চরিত্রটি রপ্ত করতে সাহায্য করেছে। এই পন্থা আমি অনেক নাটকেও ব্যবহার করি।

সহশিল্পীরা কেমন?
পৌলোমী দাসগুপ্ত আমার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। আরও অনেকে আছেন। সবাই খুব আন্তরিক।

নাটক ও সিনেমার কোন বিষয়টা আপনার আলাদা মনে হয়?
যখনই সিনেমায় কাজ করি, সেটা আলাদা যত্ন নিয়ে করার চেষ্টা করি। নাটকের কথা আলাদা। নাটকে বাজেট কম থাকে। সিনেমায় আলাদা একটা যত্ন নিতে হয়।

মোশাররফ করিম। ছবি: প্রথম আলো

প্রথম শুটিং কোথায় করলেন?
কফি হাউসে শুটিং দিয়ে শুরু হয়েছে। জায়গাটা সব সময় আমার কাছে বিশেষ অর্থ বহন করে। মান্না দের একটি গান আছে কফি হাউস নিয়ে। কফি হাউস সব সময় আমাকে মান্না দের কথা মনে করিয়ে দেয়। সেখানে শুটিং করে খুবই ভালো লেগেছে।

কলকাতার ভক্তদের সঙ্গে দেখা হয়েছে?
হ্যাঁ। তাঁরা ভীষণ খুশি। যাঁদের সঙ্গে দেখা হয়েছে, তাঁরা উচ্ছ্বসিত। তাঁরা আমাকে অনেক ভালোবাসেন।

শুটিং থেকে আপনার প্রাপ্তি?
দারুণ কিছু পেয়েছি। নতুন কিছু অভিজ্ঞতা হলো। আর যতদূর বুঝতে পারছি, আমার পরিচালকও খুশি।

ঢাকায় ফিরবেন কবে?
শুটিং চলবে ১৮ তারিখ পর্যন্ত। তারপর ফিরে ঈদের নাটক নিয়ে ব্যস্ত হয়ে যাব।