এমন প্রতিক্রিয়া পাব আশা করিনি

টেলিভিশন নাটকের তরুণ প্রজন্মের যে কয়জন অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য সিলেটের সামিরা খান মাহি। ২০১৬ সালে র‌্যাম্প মডেলিং দিয়ে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন তিনি। একটা সময় এসে অভিনয়ও শুরু করেন। গত ঈদুল ফিতরে তাঁর বেশ কয়েকটি নাটক প্রচার হয়। এর মধ্যে হাঙর নাটকের জন্য সবচেয়ে বেশি প্রশংসিত হন। নতুন বেশ কয়েকটি নাটকে কাজ করছেন এই অভিনেত্রী। গত সোমবার কথা হলো তাঁর সঙ্গে

প্রশ্ন

কোথায় আছেন?

আমি এখন (সোমবার) মাওয়া। নাটকের শুটিং করছি। ফুলবউ নামের এই নাটকের পরিচালক মাহমুদ দিদার। চ্যানেল আইয়ে নাটকটি দেখানো হবে।

সামিরা খান মাহি
প্রশ্ন

গত ঈদে তো আপনার বেশ কয়েকটি নাটক দেখানো হয়েছে?

পাঁচটি নাটক। প্রতিটি নাটক থেকে দারুণ সাড়া পেয়েছি। গত বছরের কোরবানির ঈদের পরই আমার অভিনয়জীবন শুরু। সে হিসেবে বলা যায়, প্রথম ঈদ ভালোই কাটল। কারণ, ভিন্নধর্মী চরিত্র। তবে হাঙর নাটকের জন্য অসাধারণ সব প্রতিক্রিয়া পেয়েছি। ব্যক্তিগতভাবে আমাকে অনেকে ফোনে করে জানিয়েছে, টেক্সটও করেছে। সব কটি নাটক দেখে দর্শকের কাছ থেকে এমন প্রতিক্রিয়া পাব, আশা করিনি। মানুষ যে এতটা পছন্দ করবে, ভাবিনি।

প্রশ্ন

অভিনয়ের দিক দিয়ে আগামী ঈদে নাটকের সংখ্যা কি গত ঈদ ছাড়িয়ে যাবে?

এটা ঠিক, রোজার ঈদে শুটিং করেছি অনেক। সব কাজ অনএয়ার হয়নি। এবার হয়তো যাবে। হাঙর টিমের সঙ্গে এবার অন্য ধাঁচের নাটকের কাজ করছি। এটা ট্রেন্ডি গল্প। এই সময়েরই গল্প। এই নাটকের নাম মন বলে তুমি ফিরবেই। এর বাইরে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, মাবরুর রশিদ বান্নাহ, জাকারিয়া সৌখিনের নাটকে কাজ করব।

প্রশ্ন

নাটকে যেভাবে কাজ করছেন, বন্ধুরা কী বলেন, বদলে গেছে মাহি?

না, একটুও না। আমি ব্যক্তিগত জীবনে বরাবরই অন্য রকম একজন মানুষ। হয়তো পেশার জয়াগাটা বদল হয়েছে। আমি শুটিং সেট থেকে বের হয়ে গেলে মনেই থাকে না, আমি অভিনয় করি।

সামিরা খান মাহি
প্রশ্ন

অভিনয়ে কেন এলেন?

আমি টুকটাক মডেলিং করতাম। পড়েছি আইন বিষয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। হঠাৎ অভিনয়ের সিদ্ধান্ত। ২০১৬-১৭ সালের দিকে দু-একটা নাটকে অভিনয় করি। তখন থেকে অনেকেই বলত, নিয়মিত অভিনয় করো। ভালো করবা। একটা সময় এসে ভালো লাগা তৈরি হয়। আমার কাছেও ইন্টারেস্টিং লাগতে শুরু করল। প্রতিটা দিন নতুন একটা চরিত্রে নিজেকে এক্সপ্লোর করছি। নতুন একটা মানুষ। আমার কাছে মনে হয়েছে যে আমরা টিভিতে যেটা দেখি, ওয়াও, কী সুন্দর মোমেন্ট পার করছে! অ্যাকচুয়ালি, যাঁরা অভিনয় করেন, তাঁরা ওই মোমেন্ট পার করেন কিন্তু। কল্পনা করে হলেও করেন।

প্রশ্ন

পরিবারে কেউ অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন?

আমার চৌদ্দ পুরুষের কেউ অভিনয়ে ছিলেন না। বাবা সরকারি চাকরি করতেন, এখন অবসরে। মা গৃহিণী। আমরা তিন বোন, এক ভাই। আমার পরিবার শুরুতে অভিনয়টা সহজে মেনে নেয়নি। আমাদের পরিবারও ভীষণ কনজারভেটিভ। এখন অবশ্য আব্বু খুব খুশি।

সামিরা খান মাহি
প্রশ্ন

অভিনয়ে নিয়মিত থাকবেন?

এখন পর্যন্ত তো ভালোই লাগছে। ভবিষ্যতে হয়তো একটা গ্যাপ নেব, অভিনয়ের ওপর পড়তে দেশের বাইরে যাব।