‘রোহিঙ্গা’ নামে বলিউডের একটি ছবি দিয়ে সিনেমায় মিথিলার অভিষেক। ছবিটির শুটিং শেষ হয়েছে ২০১৯ সালের ডিসেম্বর মাসে। এ মাসে একটি ওটিটি প্ল্যাফর্মে মুক্তির কথা ছবিটির। সম্প্রতি জানা গেছে যুক্তরাষ্ট্রের ভেগাস মুভি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়েছে ছবিটি। নতুন বছর উদ্যাপন করতে দুবাই গিয়েছিলেন এই মডেল ও অভিনেত্রী। বুধবার দেশে ফিরেছেন। সেখান থেকে ফিরে এমন সুসংবাদে আনন্দে ভাসছেন তানজিয়া মিথিলা।
কখন জানতে পারলেন ‘রোহিঙ্গা’ ভেগাস মুভি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়েছে?
আমি গত ২৪ ডিসেম্বর দুবাই গিয়েছিলাম। বুধবার দেশে ফিরেছি। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠেই ছবির পরিচালক হায়দার খানের খুদেবার্তা পাই মুঠোফোনে। পড়ে দেখি এই সুসংবাদ।
সুসংবাদটি দেখার পর নিজের মধ্যে কেমন প্রতিক্রিয়া হয়েছিল?
প্রথমত আমি বাংলাদেশি একজন মেয়ে। দেশের বাইরের একটি ছবিতে অভিনয় করেছি। তাও সেটি বলিউডের মুভি। পরিচালকের খুদেবার্তা পড়ে প্রথমে বিশ্বাসই হচ্ছিল না আমার। এরপর খবরটি নিজের ফেসবুক পেজে শেয়ার করি। বন্ধুবান্ধব, ভক্ত, অনুরাগীরা সারা দিন অভিনন্দন জানাচ্ছেন। সকাল থেকে মনটা খুব ভালো।
ছবিটি মনোনয়ন পেয়েছে। চূড়ান্ত প্রতিযোগিতায় পুরস্কার প্রত্যাশা করেন?
আপাতত প্রত্যাশা করছি না। মনোনয়ন পাওয়ার চিন্তাই আগে করিনি। এটি আমার অভিনীত প্রথম ছবি। আন্তর্জাতিক প্রতিযোগিতায় মনোনয়ন পেয়েছে। ছবির নায়িকা হিসেবে এটি আমার জন্য অনেক বড় ব্যাপার। এটি আমার নতুন বছরের সেরা উপহার।
‘রোহিঙ্গা’ কবে মুক্তি পাবে?
‘রোহিঙ্গা’ ২০২০ সালের শেষের দিকে মুক্তির কথা ছিল। কিন্তু করোনার কারণে সম্ভব হয়নি। ছবিটি সিনেমা হলের জন্যই নির্মাণ করা হয়েছিল। কিন্তু করোনার কারণে সিনেমা হলে আর মুক্তি দেওয়া হচ্ছে না। এখন আন্তর্জাতিক একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির প্রস্তুতি চলছে। এ মাসেই মুক্তির কথা আছে। তার আগে চার–পাঁচ দিনের মধ্যেই ছবিটির ট্রেলার প্রকাশিত হবে।
‘রোহিঙ্গা’ সিনেমাটির শুটিং শেষ হয় ২০১৯ সালের শেষে। পরপরই বলেছিলেন ২০২০ সালের মার্চে বলিউডে আরেকটি নতুন ছবির কাজ করবেন। তাঁর খবর কী?
শুটিং শুরু করা সম্ভব হয়নি। মার্চে করোনাভাইরাসের প্রকোপ শুরু হলে শিডিউল সব এলোমেলো হয়ে যায়। পরে আর নতুন শিডিউল হয়নি। করোনা পরিস্থিতি ভালো হলে শুটিংয়ের আপডেট বলা যাবে।