‘হিড়িম্বা’ নামে নতুন একটি নাটক নিয়ে আসছে নাট্যদল অন্তর্যাত্রা। মহাভারতের চরিত্র হিড়িম্বাকে নিয়ে নাটকটি লিখেছেন রুবাইয়াৎ আহমেদ, নির্দেশনা দিয়েছেন হাবিব মাসুদ। নাটকে সহকারী নির্দেশকের দায়িত্বে রয়েছেন খন্দকার রাকিবুল হক।
বৃহস্পতি ও শুক্রবার সন্ধ্যা সাতটায় ঢাকার শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির দুটি শো হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে একক অভিনয় করবেন ফারজানা মুক্তো।
নাট্যকার রুবাইয়াৎ আহমেদ বলেন, ‘মহাভারতে অত্যন্ত ক্ষুদ্র একটি অংশজুড়ে রয়েছে হিড়িম্বার কাহিনি। বিপুলা ওই মহাকাব্যের যেকোনো নারী চরিত্রের ত্যাগের চেয়ে হিড়িম্বার অবদান কোনো অংশেই কম নয়। এরপরও অনেক মানবী অসংখ্য ত্রুটি নিয়েও মহিমান্বিত হয়ে উঠেছেন, পূজ্যরূপে প্রতিষ্ঠা পেয়েছেন। হিড়িম্বা মানবকল্পিত চিরায়ত সেই রূপকল্পের বিরুদ্ধে দাঁড়ান, প্রশ্ন তোলেন, ভেঙে দেন প্রতিষ্ঠিত আখ্যান।’
নির্দেশক হাবিব মাসুদ জানান, ‘আবহমান বাংলার গল্প-বয়ান রীতিতে হিড়িম্বার ডিজাইন করা হয়েছে। বিশ্বাস করি, গায়েনের নৃত্য ও মৌলিক কিছু গানের সঙ্গে মিলেমিশে দারুণ কিছুই হবে।’