‘বোধ’ নাটকের কারিগরি প্রদর্শনীর একটি দৃশ্য
‘বোধ’ নাটকের কারিগরি প্রদর্শনীর একটি দৃশ্য

‘বোধ’ নিয়ে মঞ্চে আসছে স্বপ্নঘুড়ি

‘বোধ’ নামে নতুন নাটক নিয়ে মঞ্চে আসছে স্বপ্নঘুড়ি রেপার্টরি। আগামীকাল বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন হারুন রশীদ।

‘বোধ’ নাটকের কারিগরি প্রদর্শনীর একটি দৃশ্য
ছবি: স্বপ্নঘুড়ির সৌজন্যে

নাটকের গল্পে দেখা যাবে, সহকর্মীদের স্বতঃস্ফূর্ত বিদায় সংবর্ধনার মধ্য দিয়ে তিন দশকের পেশাজীবনের ইতি টেনেছেন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা আজমল হক। সততা ও নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রের সেবা ও মানুষের কল্যাণে কাজ করেছেন তিনি। বাড়িতে ফিরে সংবর্ধনায় পাওয়া অভিনন্দনপত্রের বিভিন্ন স্তবক পড়ে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। একে একে তাঁর সামনে হাজির হন চাকরিজীবনে নানা প্রয়োজনে কাছে আসা কিছু মানুষ। তাঁদের কিছু প্রশ্ন আজমল হকের বোধের আঙিনায় ঝড় তোলে।

‘বোধ’ নাটকের কারিগরি প্রদর্শনীর একটি দৃশ্য

নির্দেশনার পাশাপাশি নাটকে অভিনয়ও করছেন হারুন রশীদ। আরও আছেন সিলভিয়া কুইয়া, তাজউদ্দীন তাজু, নিকিতা নন্দিনী, রাজিব সালেহীন, ঝুমু মজুমদার, শর্মীমালা।

নাটকটির মঞ্চ পরিকল্পনায় রয়েছেন সাজু খাদেম, আলোক নির্দেশনায় ঠান্ডু রায়হান, আবহ সংগীত করছেন রমিজ রাজু।