২০১৬ সালের ২০ জুলাই তীরন্দাজ রেপার্টরি সুন্দরবন রক্ষায় থিয়েট্রিক্যাল বাহাস ও নাট্য প্রদর্শনীর আয়োজন করেছিল। আয়োজনটি বাতিল করেছিলেন বিগত সরকারের শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার এসেছে। দীর্ঘ আট বছর পর বাহাসটির আয়োজন করছে তীরন্দাজ।
নাট্যদলটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী শুক্রবার স্বৈরাচার পতন দিবসে ‘বাগ্বিতণ্ডা’ শিরোনামের বাহাসটি শুরু হবে বিকেল চারটায়। এটি সবার জন্য উন্মুক্ত। এবারের বাহাসের বিষয় হলো, যোগ্য স্বৈরাচারকে বিরোধিতার বদলে সহযোহিতার হাত বাড়িয়ে দিলে উন্নয়নের গতি সুগম হয়।
যোগ্য স্বৈরাচারের পক্ষে ওকালতি করবেন অভিনেতা, নির্দেশক দীপক সুমন এবং বিরোধিতা করবেন অধ্যাপক আনু মুহাম্মদ। উপস্থিত সুধীজন যেকোনো পক্ষের হয়ে ওকালতি বা সাক্ষ্যদান করতে পারবেন।
এরপর রয়েছে মোহিত চট্টোপাধ্যায় রচিত, দীপক সুমন নির্দেশিত নাটক ‘কণ্ঠনালীতে সূর্য’। এদিন নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ৪৭তম প্রদর্শনী বিকেল সাড়ে ৫টায় ও ৪৮তম প্রদর্শনী রয়েছে সন্ধ্যা সাড়ে ৭টায়।
রাজপথে সাংস্কৃতিক লড়াই-সংগ্রামে প্রত্যক্ষ অংশগ্রহণ করে ফ্যাসিবাদের পতন ঘটানোর পর আবার মহড়াকক্ষে ফিরেছে তীরন্দাজ রেপার্টরি। চলছে নতুন প্রযোজনা হুমায়ুন আজাদের উপন্যাস অবলম্বনে ‘মুনিয়া অথবা ময়নার গল্প’।