‘প্রীতিলতা’ নাটকের দৃশ্য
‘প্রীতিলতা’ নাটকের দৃশ্য

ভৈরবে একুশে বইমেলায় ‘প্রীতিলতা’ মঞ্চস্থ

বীরকন্যা প্রীতিলতার সংগ্রামী জীবনকর্ম নিয়ে লেখা নাটক ‘প্রীতিলতা’ মঞ্চস্থ হয়েছে কিশোরগঞ্জের ভৈরবে একুশে বইমেলার মঞ্চে। শুক্রবার নাটকটি মঞ্চস্থ করে প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভা। নাট্যরূপ ও নির্দেশনায় ছিলেন সংগঠনটির উপদেষ্টা সুমাইয়া হামিদ।

নাটকটির কাহিনি এগিয়েছে প্রিয় স্বদেশকে ব্রিটিশ শাসনমুক্ত করতে প্রীতিলতার বিপ্লবী হয়ে ওঠার প্রেক্ষাপট ও জীবনদানের ঘটনাকে উপজীব্য করে। নাটকে দেখা যায়, ব্রিটিশ শাসনামলে কোন পরিস্থিতিতে সূর্য সেন ও প্রীতিলতারা অস্ত্র তুলে নিয়েছিলেন হাতে। নেমেছিলেন সশস্ত্র সংগ্রামে।

প্রীতিলতার চরিত্রে অভিনয় করেন ভৈরব বন্ধুসভার সহসাংস্কৃতিক সম্পাদক অন্বেষা। মাস্টারদা সূর্য সেনের চরিত্রে ছিলেন সাংস্কৃতিক সম্পাদক মোশারফ রাব্বী। অন্যান্য চরিত্রে অভিনয় করেন বন্ধু নাফিস রহমান, রাহিম আহমেদ, মেধা, মাহিন, তানু, প্রীতি, মোশারফ, অনিক, নিধি, মুনিয়া, হাবিবুল্লাহ ও শ্রেষ্ঠা।
নাটক শেষে প্রতিক্রিয়া জানান, ভৈরব বইমেলা পরিষদের সাধারণ সম্পাদক মানিক চৌধুরী।

‘প্রীতিলতা’ নাটকের দৃশ্য

তিনি বলেন, বইমেলার মঞ্চে প্রতিবছর নতুন ধারার নাটক নিয়ে আসে বন্ধুসভা। সংগঠনটির প্রতিটি প্রযোজনা দর্শকনন্দিত হয়েছে। আজকের নাটকটির প্রেক্ষাপট অনেক আগের হলেও বর্তমানেও সমানভাবে গুরুত্ব বহন করে। নির্দেশক সুমাইয়া হামিদ বলেন, বিপ্লবীদের চাওয়া এখনো বাস্তবায়িত হয়নি। অথচ বিপ্লবীদের চাওয়া বাস্তবায়িত হলে আমরা সুন্দর দেশ পেতাম। বর্তমান সময়ের মানুষদের সুন্দর দেশগড়ার আহ্বান ছিল নাটকটির মধ্যে।

নাটক শেষে ভৈরব বন্ধুসভার সভাপতি জান্নাতুল মিশু ও সাধারণ সম্পাদক এরফান হোসেন উপস্থিত দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এর আগে বইমেলার মঞ্চে ময়মনসিংহ গীতিকার উল্লেখযোগ্য পালা ‘মহুয়া’ ও ‘চন্দ্রাবতী’ মঞ্চস্থ হয়েছে। মঞ্চস্থ হয়েছে বিয়োগান্ত প্রেমকথন ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’, লোকজ কল্পকাহিনি ‘সাত ভাই চম্পা’ ও ‘লালন’।