প্রদর্শনীর মধ্যে একদল ব্যক্তির বিক্ষোভের মুখে বন্ধ হওয়া ‘নিত্যপুরাণ’ মঞ্চে ফিরছে। আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এই নাটকের প্রদর্শনী হবে বলে জানিয়েছে দেশ নাটক।
২ নভেম্বর দেশ নাটকের ‘নিত্যপুরাণ’–এর ১২৭তম প্রদর্শনীর মধ্যে বন্ধ হয়েছিল। নাট্যদলটি জানিয়েছে, সেই দিন যাঁরা টিকিট কেটেছিলেন, তাঁদের টিকিটের প্রয়োজন নেই।
নির্দেশক মাসুম রেজা আজ প্রথম আলোকে জানান, এই প্রদর্শনীকে ‘১২৭.৫’তম প্রদর্শনী বলেছেন। কারণ, সেদিন প্রদর্শনী অর্ধেক করতে পেরেছিলেন। ভবিষ্যতে এভাবেই হিসাবটা এগিয়ে নেবেন তাঁরা।
২০০১ সালের ২০ জানুয়ারি রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মঞ্চে নাটকটির প্রথম প্রদর্শনী হয়। মধ্যে বেশ কিছুদিন বন্ধ ছিল নাটকের প্রদর্শনী।
নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন কামাল উদ্দিন, পোশাক পরিকল্পনা করেছেন শাহনেওয়াজ কাকলী, সংগীত পরিকল্পনায় আছেন নাসিরউদ্দিন শেখ, আবহ সংগীতে ইমামুর রশিদ খান ও আলোক পরিকল্পনা করেছেন নাসিরুল হক খোকন।
রূপসজ্জা পরিকল্পনা করেছেন শুভাশীষ দত্ত তন্ময় এবং কোরিওগ্রাফি পরিকল্পনায় মো. আমানুল্লাহ আমান ও হিমা রয় মিতু।
নাটকে ব্যবহৃত গানে কণ্ঠ দিয়েছেন লরেন্স উজ্জ্বল গমেজ, অসীম কুমার নট্ট, ইমামুর রশিদ খান, নন্দিতা বিশ্বাস, আমরিন তাসনিম জাইমা ও জারিফা তাসনিম জেমিমা। সহকারী নির্দেশকের দায়িত্ব পালন করেছেন অয়ন চৌধুরী।