চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ মঞ্চস্থ হবে ‘একা লাগলে ফোন দিয়েন’। আজ বৃহস্পতিবার বেলা ২টা ৩০ মিনিটে নাট্যকলা বিভাগের জিয়া হায়দার স্টুডিওতে নাটকটির বিশেষ প্রদর্শনী রয়েছে। বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের মাস্টার্স চূড়ান্ত ব্যবহারিক পরীক্ষার আওতায় নাটকটি সবার সামনে আনছেন নির্দেশনা গ্রুপের ছাত্র ফাইয়ায রাকিন নূর।
উইলিয়াম শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট–এর প্রেরণায় লেখা নাটকটিতে বাংলাদেশি এক পরিবারের গল্প উঠে এসেছে। মূল নাটক থেকে নতুন নাট্যরূপ দিয়েছেন নাট্যকলা বিভাগেরই আরেক শিক্ষার্থী ঋজু লক্ষ্মী।
নির্দেশক ফাইয়ায রাকিন নূর বলেন, ‘শেক্সপিয়ারের “রোমিও অ্যান্ড জুলিয়েট” সারা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় নাটকের একটি।
এটা নিয়ে কাজ করার ইচ্ছা অনেক দিন ধরেই। নির্দেশক হিসেবে সব সময়ই অ্যাডাপ্টেড নাটক করতে চাই। সেই সূত্র ধরেই আমাদের “একা লাগলে ফোন দিয়েন”। এ নাটকে জীবন কতটা অনুমেয়, তা বোঝা যায়।’
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাশেদুল ইসলাম, স্নিগ্ধা দেব, রিফাহ্ তাসনিয়া অহনা, ঋজু লক্ষ্মী, মাসুম আলী, নাঈম আহমেদ ও নিবেদিতা হালদার। কোরাসে রয়েছেন আরও বেশ কয়েকজন।