দেশে থিয়েটারের বিস্তার ও দক্ষ কর্মী তৈরিতে ২৩ বছর ধরে কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ছয় মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়াটারের সব আনুষঙ্গিক বিষয়ে ধারণা পায়।
এরই মধ্যে এই স্কুলের ৪৪টি ব্যাচ সফলভাবে তাদের কোর্স সম্পন্ন করেছে।
আগামীকাল সন্ধ্যায় হবে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইনের ৪৫তম ব্যাচের সনদ বিতরণ অনুষ্ঠান।
প্রাচ্যনাটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৫তম ব্যাচের সমাপনী অনুষ্ঠান। যেখানে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’-এর প্রদর্শনী।
এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনয়শিল্পী ডলি জহুর ও খায়রুল আলম সবুজ। নাট্য প্রদর্শনী ছাড়াও মিলনায়তনের বাইরে থাকবে উন্মুক্ত পোস্টার প্রদর্শনী।