‘অনেক মারামারি, খুনোখুনি দেখলাম। ভায়োলেন্স দেখলাম। কিছুদিন প্রেম দেখি, একটু প্রেম শিখি। এখনকার মানুষের মধ্যে প্রেম কম, তাই প্রেম প্রেম জিনিস বেশি দেখানো উচিত।’ ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে চরকি আয়োজিত ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের ঘোষণার অনুষ্ঠানে এভাবেই কথা বলেন লাক্স তারকা মৌসুমী হামিদ।
‘সশ্রদ্ধচিত্তে শপথ করিতেছি যে চরকির মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের একজন সুযোগ্য মিনিস্টার হিসেবে নিজের দায়িত্ব বিশ্বস্ততার সহিত পালন করিব। ভালোবাসার প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য প্রকাশ করিব; মিনিস্টার অব লাভ হিসেবে আমি কেবল ভালোবাসার গল্পের দিকেই নজর দেব,’ এভাবেই গত বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হোটেলে মোস্তফা সরয়ার ফারুকী, শিহাব শাহীন, রেদওয়ান রনি, আশফাক নিপুন, রায়হান রাফী প্রমুখ দেশের শীর্ষ ১২ নির্মাতাকে শপথবাক্য পাঠ করান অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। সেখানেই একফাঁকে ভালোবাসা প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে নিজের অনুভূতিও ব্যক্ত করেন মৌসুমী হামিদ।
ভালোবাসার রহস্য জানতে চাইলে সরাসরি উত্তর দেন মৌসুমী হামিদ। বলেন, ‘মৌসুমী হামিদ জীবনে যে কয়টা প্রেম করছে, সব কয়টাই সিরিয়াস প্রেম। তাই তো মৌসুমী হামিদের সঙ্গে প্রেম করে বুঝতে হবে ভালোবাসার রহস্য। এভাবে তো বলে দেওয়া যাবে না (হাসি)।’
সব কটিই সিরিয়াস প্রেম বললেও প্রেমিকদের নাম বলেননি। তবে চাউর আছে, একাধিক অভিনয়শিল্পী ও পরিচালকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক বিনোদন অঙ্গনে অনেকটাই ওপেন সিক্রেট ছিল। তবে প্রথম জীবনে উচ্চতার কারণে প্রেম ভেঙেও গিয়েছিল তাঁর। প্রথম আলোর সঙ্গে আলাপে বলেছিলেন সেই কথাও। মৌসুমীর মতে, ‘উচ্চতার জন্য আমার প্রেম ভেঙেছিল। আমি একটা প্রেম করতাম। ছেলেটা আমার চেয়ে উচ্চতায় ছোট ছিল। সে আমার উচ্চতার দোহাই দিয়ে ব্রেকআপ করেছিল। এটা খুব কষ্ট দিয়েছে।’
তবে পরিবার থেকে কয়েক বছর ধরে বিয়ের জন্য চাপ দিচ্ছে মৌসুমী হামিদকে। দুই বছর আগে একবার জানিয়েছিলেন, যেকোনো সময় বিয়ের পিঁড়িতে বসবেন। কিন্তু সমস্যা তৈরি করেছে তাঁর উচ্চতা। ছেলে দেখে পছন্দ হলেও তাঁর সমান উচ্চতার ছেলে মিলছে না। মৌসুমী হামিদ বলেন, ‘লম্বা ছেলে তো খুঁজেই পাওয়া যায় না। আমার উচ্চতা ৫ ফুট সাড়ে ৯ ইঞ্চি। এই উচ্চতার ছেলে মেলানোর চেষ্টা করছি। মিলছে না। আমার উচ্চতার সমান ছেলে পেলে যেকোনো মুহূর্তে বিয়ে করে ফেলব।’
মৌসুমী হামিদ এরই মধ্যে তিনটি চলচ্চিত্রের শুটিং ও ডাবিং শেষ করেছেন। ছবিগুলো হচ্ছে ‘নয়া মানুষ’, ‘যাপিত জীবন’ ও ‘১৯৭১ সেই সব দিন’। এর মধ্যে সর্বশেষ ছবিটি চলতি মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।