প্রদর্শনীর আগে ৩২তম ব্যাচের শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হয়
প্রদর্শনীর আগে ৩২তম ব্যাচের শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হয়

‘অলীকবাবু’ মঞ্চে আনল থিয়েটার স্কুল

আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুলের ৩২তম ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে মঞ্চস্থ হলো জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক ‘অলীকবাবু’; নাটকটির নির্দেশনা দিয়েছেন আইরিন পারভীন। আজ বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাটকের প্রদর্শনী হয়েছে।

প্রদর্শনীর আগে ৩২তম ব্যাচের শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হয়
এতে প্রধান অতিথি ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের
সভাপতিত্ব করেন থিয়েটার স্কুলের অধ্যক্ষ রামেন্দু মজুমদার
১৮৭৭ সালে ‘অলীকবাবু’ নামের নাটকটি লিখেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। সেই সূত্রে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতেও মঞ্চস্থ হয়েছিল নাটকটি। এবার সেটির মঞ্চায়ন হলো ঢাকার শিল্পকলা একাডেমির আঙিনায়
হাস্যকর মিথ্যা কথা এবং ঘোর অসামঞ্জস্যকে উপজীব্য করে আবর্তিত হয়েছে প্রযোজনাটির ঘটনাপ্রবাহ। আর নাটকের মূল চরিত্র অলীকবাবুর মধ্যে মিথ্যা বলার প্রবণতার সঙ্গে অসমাঞ্জস্যপূর্ণ কার্যক্রম প্রবলভাবে বিরাজমান।
নাটকটির নির্দেশনা দিয়েছেন আইরিন পারভীন
‘অলীকবাবু’ নাটকের একটি দৃশ্য