মহসিনা আক্তার নির্দেশিত ‘তবুও জেগে উঠি’ নাটকের প্রেস শো
মহসিনা আক্তার নির্দেশিত ‘তবুও জেগে উঠি’ নাটকের প্রেস শো

‘তবুও জেগে উঠি’ দেখে কী বলছেন দর্শকেরা

ছাঁচেঢালা ইতিহাসে কীভাবে নারীকে উপস্থাপন করা হয়, ‘স্টিল আই রাইজ’ কবিতায় তা-ই তুলে ধরেছেন মার্কিন কবি মায়া অ্যাঞ্জেলো। এই কবিতায় নিজেকে খুঁজে ফিরেছেন বহু নারী; দীর্ঘশ্বাসের পথ পেরিয়ে ঘুরে দাঁড়ানোর মন্ত্র পেয়েছেন কেউ কেউ।
কবিতাটির নাম থেকে মহসিনা আক্তারও পেয়েছেন অনুপ্রেরণা। সেই অনুপ্রেরণার ওপর ভর করে প্রায় এক দশক পর নির্দেশনায় ফিরছেন তিনি। এই সময়ে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ‘তবুও জেগে উঠি’ মঞ্চে আনলেন মহসিনা।

‘তবুও জেগে উঠি’ নাটকের প্রেস শো। গতকাল পান্থপথে

‘স্পর্ধা: ইনডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ’ প্রযোজিত নাটকটি ধানমন্ডি ৩২ নম্বরের মীর তাজ স্কয়ারে দুটি প্রদর্শনী হয়েছে।

নাটকটি দেখে আপ্লুত হয়েছেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। তিনি ফেসবুকে লিখেছেন, ‘ভালো লাগল। এত সহজ, মৌলিক কথাগুলো এত সুন্দর করে আবার এখানে দেখলাম। দারুণ লেগেছে আমার। আর মনে হলো এই নাটকে মেয়েদের কথাগুলো একজন মেয়ে নির্দেশক বলেই কি একটু বেশি প্রাণটাকে ছুঁয়ে নাড়িয়ে, রাগিয়ে, কাঁপিয়ে এভাবে বলতে পেরেছেন তাঁর নিজস্ব নাটকের ভাষায়? মেয়েদের গল্প পুরুষও বলতে জানে। তবু এই ভাষাটা আমার অনেক স্পষ্ট, সহজ আর আলাদা লাগল। একটু বেশি ভালো লাগল।’

নাটকটির আরও প্রদর্শনীর দাবি তুলেছেন সায়ান।

লেখক ও চলচ্চিত্রকর্মী রুমকী রুসা ফেসবুকে লিখেছেন, ‘এক কথায় অসাধারণ কাজ। স্পর্ধার মঞ্চায়ন মানে আমার মাথায় আটকে গিয়েছে নতুন কিছু আসতে যাচ্ছে, একদম নতুন আঙ্গিকে। কারণ, এর আগেও স্পর্ধার কাজ দেখা হয়েছে।’

রুমকী রুসা আরও লিখেছেন, ‘নারীর চারপাশকে যেভাবে যত্ন করে ফুটিয়ে তোলা হয়েছে, তা অসাধারণ। নাটকটির মঞ্চায়নে এতটাই সংযুক্ত হয়েছিলাম যে শিল্পীদের দেখে মনে মনে বলছিলাম কাজ কীভাবে আত্মস্থ করে নিতে হয়, তা এর উদাহরণ হতে পারে। অভিনয়শৈলী এতটাই শক্তিশালী যে আপনাকে শব্দ উচ্চারণের প্রয়োজনকে ম্লান করে দেবে।’

‘তবুও জেগে উঠি’ নাটকের প্রেস শো। গতকাল পান্থপথে।

‘তবুও জেগে উঠি’ নাটকে অভিনয় করেছেন শারমিন আক্তার শর্মী, সিফাত নওরীণ বহ্নি, ফারিহা জান্নাত মিম, মরিয়ম রূপা, নাইমা তাসনিম, রিয়াসাত সালেকিন ঋত্বিক, সাইফুল ইসলাম, রবি প্রারম্ভ, সালাউদ্দিন ইভান, মেহেদী হাসান সোহান।

নির্দেশনা সহযোগী হিসেবে আছেন শাহানাজ পারভীন জোনাকি। শব্দ পরিকল্পনা করেছেন অনিরুদ্ধ অনু ও মৈনাক কানুনগো।

মিউজিশিয়ান হিসেবে থাকছেন আশফাকুর রহমান চমক, ব্যাকস্টেজে তানভীর আহমেদ, ইরফান উদ্দিন। আলোকচিত্রী হিসেবে আছেন সাদিয়া আফরিন অরণি, পূজন চন্দ্র বিশ্বাস।