ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে নাট্যসংগঠন স্বপ্নদলের দেশ-বিদেশে প্রশংসিত প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’র বিশেষ মঞ্চায়ন হবে আজ শনিবার। প্রযোজনাটি উৎসর্গ করা হয়েছে ফিলিস্তিনে নিহত ও আহত মানুষদের। আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে মঞ্চায়িত হবে নাটকটি।
বাদল সরকারের মূল রচনা অবলম্বনে ‘ত্রিংশ শতাব্দী’ রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। নাটকটির মূল কাহিনি জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের অপ্রত্যাশিত পরিণতি।
এর সমান্তরালে উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া, আফগানিস্তান, পাকিস্তান-ভারত, ইরাকে আগ্রাসন, কুয়েত, তিউনিসিয়া, ইয়েমেন, সিরিয়া, তুরস্ক, মিয়ানমারসহ বিভিন্ন দেশে বর্বর হামলা, ধর্মের নামে সংখ্যালঘু নির্যাতন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিনে ইসরায়েলের সাম্প্রতিক নিষ্ঠুরতাসহ আরও নানা প্রসঙ্গ।
নাটকটিতে অভিনয় করেছেন জুয়েনা শবনম, ফজলে রাব্বি সুকর্ন, শিশির সিকদার, শাখাওয়াত শ্যামল, জেবুন নেসা, সুমাইয়া শিশির, অর্ক অপু, জাহিদ রিপন প্রমুখ। আজ প্রযোজনাটির ১২১তম মঞ্চায়ন।