শীত আসতে আরও বেশ খানিকটা দেরি। কার্তিকের ১০টি দিন গেছে মাত্র। সাধারণত শীত মৌসুমে জমে ওঠে ঢাকার নাট্যাঙ্গন। বড় বড় উৎসব হয়, নতুন নতুন নাটক আসে। এবার যেন একটু আগেই জমে উঠেছে নাট্যাঙ্গন। নতুন নাটক মঞ্চে আসছে, এসেছে উৎসবের ঘোষণা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায়ও নতুন দল নৃ প্রাঙ্গণ এনেছে জুলফিকার চঞ্চলের নির্দেশনায় নতুন নাটক ‘অদ্ভুত ভাস্কর্য’। কিছুদিন আগেই শেষ হয়েছে গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসব। বাংলাদেশ–ভারতের বেশ কিছু নতুন–পুরোনো নাটকের সমাহার ছিল সে আয়োজনে। সন্ধ্যায় সেগুনবাগিচার জাতীয় শিল্পকলা একাডেমি কিংবা বেইলি রোডের মহিলা সমিতিতে গেলে পাওয়া যাবে উৎসব আমেজ। এমন পরিবেশে আজ শুক্রবার মঞ্চে আসছে নতুন একটি নাটক। আগন্তুক রেপার্টরি নিয়ে আসছে ‘একগুচ্ছ গল্প’।
ঢাকার প্রতিষ্ঠিত বেশ কয়েকটি বড় দলের নাট্যকর্মীদের সম্মিলিত উদ্যোগ ‘আগন্তুক রেপার্টরি’।
এর আগে আগন্তুকের প্রথম প্রযোজনা ‘অন্ধকারে মিথেন’ ও দ্বিতীয় প্রযোজনা ‘ধলেশ্বরী অপেরা’ দর্শকের মন জয় করেছে। তবে তাদের তৃতীয় প্রযোজনা ‘একগুচ্ছ গল্প’ বিভিন্ন কারণে ব্যতিক্রম। একটি নাটকে রয়েছে ছয়টি গল্প। ছয়টি অণুনাটক; সব কটিরই নাট্যকার তাহ্নীনা ইসলাম। তিনি দীর্ঘদিন মঞ্চনাটক চর্চা করছেন। তবে এবারই প্রথম নাট্যকার হিসেবে নাম লেখালেন। তাঁর লেখা মঞ্চে দুটি করে অণুনাটকের নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম, ত্রপা মজুমদার ও পান্থ শাহ্রিয়ার।
‘ধূসর’ অণু নাটকে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, জাহাঙ্গীর আলম ও গুলশান আরা মুন্নী। এটির নির্দেশক পান্থ শাহ্রিয়ার। একই নির্দেশকের ‘সময়’ অণুনাটকে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম ও অপি করিম। ত্রপা মজুমদার নির্দেশিত দুটি নাটক ‘পরিচয়’ ও ‘লুকোচুরি’-তে অভিনয় করেছেন যথাক্রমে আহাম্মেদ গিয়াস, তাহ্নীনা ইসলাম ও গুলশান আরা মুন্নী এবং আজাদ আবুল কালাম, তামান্না ইসলাম, পলাশ হেন্ড্রি সেন। আজাদ আবুল কালাম নির্দেশিত ‘স্বজাতি’ ও ‘নির্ভর’ নাটকে অভিনয় করেছেন যথাক্রমে পান্থ শাহ্রিয়ার ও জাহাঙ্গীর আলম এবং অপি করিম ও শতাব্দী ওয়াদুদ।
‘বহুদিন পর মঞ্চে উঠব! আনন্দ ভয় মিশ্র অনুভূতি,’ এভাবেই অপর করিম গত সোমবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এ নাটকটি নিয়ে রোমাঞ্চিত অন্য শিল্পীরাও। গত কয়েক দিন টানা মহড়ায় অংশ নিয়েছেন সবাই। গতকাল বৃহস্পতিবারও একাধিক কারিগরি মঞ্চায়নে ছিল উৎসবমুখর পরিবেশ।
নাট্যকার তাহ্নীনা ইসলাম জানালেন, তিনি নিয়মিত নাট্যকার নন, তাই নাটক লেখার ব্যাকরণ তাঁর ধাতে নেই। তাঁর ভাষায়, ‘এ শুধু মঞ্চের জাদুকরি মায়ায় মুগ্ধ, এক ক্ষুদ্র মঞ্চকর্মীর ভালোবাসার প্রকাশ। প্রথম প্রেমে পড়া, বন্ধুর জন্য মিথ্যা বলা, গোগ্রাসে গোয়েন্দা বই শেষ করা, অচেনা কারও সঙ্গে দীর্ঘ আড্ডা দেওয়া কিংবা সূর্যাস্তের নরম আলোয় মন খারাপ হওয়া, এই মুহূর্তগুলোই আমি ধরে রাখতে চাইতাম। ছোট ছোট সেই মুহূর্ত মিলে আজকে আমার এই ছয়টি গল্প।’
গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ নয়, হালকা চালে নানা বাস্তবতা তুলে ধরা এই প্রযোজনার মূল বৈশিষ্ট্য। এমনটাই জানালেন নির্দেশক ও অভিনেতা আজাদ আবুল কালাম।
তাঁর বক্তব্য, ‘আমরা সবাই দীর্ঘদিন থিয়েটারে কাজ করার সুবাদে পরস্পরকে জানি; কিন্তু একসঙ্গে কাজ করার সুযোগ হয়ে ওঠে কালেভদ্রে। এই ছয় নাটক সবাইকে একটা জায়গায় কোলাহলে ব্যস্ত করছে। কি অভিনেতা, কি নাট্যকার, নির্দেশক, নেপথ্য কুশীলব সবাই।’
ত্রপা মজুমদারের ভাষ্য, ‘একজন নাট্যকর্মী হিসেবে আমার বরাবর মনে হয়েছে, বাংলাদেশের মঞ্চে ভালো নাটকের যদি অপ্রতুলতা কখনোবা অনুভূত হয়ে থাকে, তাহলে তার মূল কারণ পাণ্ডুলিপির দুষ্প্রাপ্যতা! ঘুরেফিরে সেই নাট্যকারের অভাবটাই বড় বেশি করে বোধ হয়। এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়ে তাহ্নীনা ইসলামের মতো কেউ যদি সাহস করে নাটক লিখতে উৎসাহিত হন আর আগন্তুক সেটি প্রযোজনা করতে উদ্যোগী হয়, তখন তার সঙ্গে থাকাটা আমি আমার দায়িত্ব বলে মনে করেছি।’
আজ ২৭ অক্টোবর বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বিকেল ৫টা ৩০ মিনিটে হবে ‘একগুচ্ছ গল্প’ নাটকটির প্রথম মঞ্চায়ন। এদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে দ্বিতীয় প্রদর্শনী। আগামীকাল ২৮ অক্টোবর একই মঞ্চে হবে নাটকের আরও দুটি প্রদর্শনী।