এই ফেব্রুয়ারিতে মর্যাদাপূর্ণ ‘কেরালা ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল ২০২৪ ’-এ অংশ নেবে স্পর্ধা: ইনডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভের দ্বিতীয় প্রযোজনা ‘৪.৪৮ মন্ত্রাস’। প্রতিবছর কেরালার ত্রিশূরে অনুষ্ঠিত হয় এই থিয়েটার উৎসব। এবার এই উৎসবের ১৪তম আসর অনুষ্ঠিত হবে ৯ থেকে ১৬ ফেব্রুয়ারি।
১১ ও ১২ ফেব্রুয়ারি ‘৪.৪৮ মন্ত্রাস’-এর দুটি প্রদর্শনী থাকবে। উৎসবে বাংলাদেশ ছাড়া আরও অংশগ্রহণ করবে ইতালি, ব্রাজিল, ফিনল্যান্ড, তিউনিশিয়া, চিলি ও ফিলিস্তিনের আটটি দল।
এই উৎসবকে সামনে রেখে স্পর্ধা নাট্যদল ‘৪.৪৮ মন্ত্রাস’ নাটক নিয়ে প্রস্তুতি শুরু করে গত ডিসেম্বর মাসে।
২০২০ ও ২০২২ সালে মঞ্চায়নের পর বেশ সাড়া ফেলে নাটকটি। দেশের দর্শকদের আগ্রহ মাথায় রেখে কেরালায় যাওয়ার আগে আগামীকাল শুক্রবার নাটকটির দুটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে স্পর্ধা। বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এই বিশেষ প্রদর্শনীর প্রথমটি শুরু হবে বিকেল ৪টায়, দ্বিতীয় প্রদর্শনীটি হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
ব্রিটিশ নাট্যকার সারাহ কেইনের লেখা এই নাটকে বিষণ্নতায় আক্রান্ত এক তরুণ শিল্পীর গল্প উঠে এসেছে; যিনি সমাজের খুন, ধর্ষণ, যৌন নিপীড়ন ও ধর্মীয় অসহিষ্ণুতার মতো সহিংসতার সাক্ষী। নাটকটি অনুবাদ করেছেন শাহমান মৈশান ও শরীফ সিরাজ।