আহসান হাবীব নাসিম, রওনক হাসান, সাজু খাদেম, মাজুনন মিজান, প্রাণ রায়, নাজনীন চুমকি, ঊর্মিলা শ্রাবন্তী কর—তাঁরা সবাই অভিনয়শিল্পী সংঘের কার্যনির্বাহী পরিষদের সদস্য। এক নাটকে তাঁদের সবাইকে সচরাচর পাওয়া যায় না। আজ আমাদের ছুটি নাটকে পাওয়া যাবে তাঁদের। একটি মহৎ উদ্দেশ্য সাধন করতে এই নাটকে তাঁদের এক হওয়া। নাটক থেকে প্রাপ্য সম্মানী শিল্পী সংঘের কল্যাণ তহবিলে জমা হবে।
সন্তানদের স্কুলে ভর্তি, চিকিৎসা কিংবা যেকোনো মানবিক বিপর্যয়ে আর্থিক সংকটে থাকা শিল্পীদের সহায়তা দিতে ২০১৭ সালে কল্যাণ তহবিল গঠন করে শিল্পী সংঘ। অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম জানান, আজ আমাদের ছুটি নাটক থেকে তাঁরা কেউই সম্মানী নেবেন না, সবার সম্মানী একসঙ্গে শিল্পী সংঘের কল্যাণ তহবিলে জমা হবে।
আহসান হাবীব জানান, প্রথমে শিল্পী সংঘের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা একসঙ্গে কোথাও ভ্রমণে যেতে চেয়েছিলেন, পরে নাটকটি করার ভাবনা আসে। এক নাটকে এত শিল্পীকে তুলে আনা কঠিন হবে, সেই বিবেচনা থেকেই স্কুলজীবনের গল্প নিয়ে নাটকটি নির্মাণ করা হচ্ছে। নাটকের গল্প এখনই খোলাসা করতে চান না শিল্পীরা, দর্শকের সামনে চমক নিয়ে হাজির হতে চান।
কক্সবাজারে নাটকের দৃশ্য ধারণে অংশ নিয়েছেন শিল্পীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে তাঁদের স্কুলের পোশাকে দেখা গেছে।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রাজীবুল ইসলাম; আরও অভিনয় করেছেন ইকবাল বাবু, জামিল হোসেন, নূরে আলম, রাশেদ অপু, শেখ মেরাজুল ইসলাম, সুজাত শিমুল, সূচনা শিকদার, তানভীর মাসুদ, রতন সিদ্দিকী প্রমুখ।
নাটকটি ঈদে চ্যানেল আইয়ে প্রচারিত হবে।