২০২০ সালের ডিসেম্বরে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে প্রদর্শিত হয়েছে ‘৪.৪৮ মন্ত্রাস’; প্রায় দুই বছর পর একই মঞ্চে ফিরছে নাটকটি
২০২০ সালের ডিসেম্বরে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে প্রদর্শিত হয়েছে ‘৪.৪৮ মন্ত্রাস’; প্রায় দুই বছর পর একই মঞ্চে ফিরছে নাটকটি

আবারও মঞ্চে আসছে জামিল আহমেদের ‘৪.৪৮ মন্ত্রাস’

দুই বছর পর আবারও ঢাকার মঞ্চে আসছে নির্দেশক সৈয়দ জামিল আহমেদের নাটক ‘৪.৪৮ মন্ত্রাস’; ব্রিটিশ নাট্যকার সারাহ কেইনের লেখা এ নাটকে বিষণ্নতায় আক্রান্ত এক তরুণ শিল্পীর গল্প উঠে এসেছে; যিনি সমাজের খুন, ধর্ষণ, যৌন নিপীড়ন ও ধর্মীয় অসহিষ্ণুতার মতো সহিংসতার সাক্ষী। নাটকটি অনুবাদ করেছেন শাহমান মৈশান ও শরীফ সিরাজ।
নাট্যদল স্পর্ধা: ইনডিপেনডেন্ট থিয়েটার কালেক্টিভ জানিয়েছে, আগামী ৫ জানুয়ারি সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এ নাটকের দ্বিতীয় দফার উদ্বোধনী মঞ্চায়ন হবে। এরপর ৬ ও ৭ জানুয়ারি প্রতিদিন বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায়; ৯ থেকে ১২ জানুয়ারি প্রতিদিন সন্ধ্যা ৭টায় ও ১৩ জানুয়ারি বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় সমাপনী মঞ্চায়ন হবে।

নির্দেশক সৈয়দ জামিল আহমেদ

নির্দেশক সৈয়দ জামিল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমার কাছে এই নাটক এখনো খুব প্রাসঙ্গিক মনে হয়েছে। নাটকের মূল বিষয় হলো, মনের ত্রাস। সেই কারণে নাটকের নাম মন্ত্রাস। আর ৪.৪৮ মানে হলো সময়; সে (তরুণ শিল্পী) মনে করে, ভোর ৪টা ৪৮ থেকে ঘণ্টা দেড়েকের মতো সে সুস্থ থাকে। বাকিটা সময় তার কাছে খুব অস্থির লাগে। তার আশপাশের অস্থিরতা তার ভেতরটা অস্থির করে তোলে।’

বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার মধ্যে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি আরও অস্থিরতা তৈরি করেছে; বাংলাদেশের মানুষের কাছেও নাটকটি প্রাসঙ্গিক বলে মনে করেন নির্দেশক জামিল আহমেদ।

তিনি বলেন, ‘আমি বিশেষ কোনো রাজনৈতিক দলের পক্ষে–বিপক্ষে বলছি না। বর্তমানের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা নিয়ে একজন শিল্পীর পরিষ্কারভাবে কথা বলা দরকার। কিন্তু এটা বলতে আমরা একটু দ্বিধান্বিত হই। অনেকে মনে করি, আমরাই ক্ষমতায় আছি, কথা বললে আমাদের পক্ষে যাঁরা আছেন, তাঁদের ক্ষতি হবে। কিন্তু আমার মনে হয়, সব সময় স্পষ্ট কথা বলা উচিত। কোথায় কোথায় মানুষের কষ্ট হচ্ছে, সিভিল সোসাইটির অংশ হিসেবে তা নাটকের মাধ্যমেই তুলে আনা দরকার। রাজনৈতিক ও সামাজিক সমস্যার সঙ্গে এখন আর্থিক সংকট আরও তীব্র হচ্ছে। সবকিছু নিয়ে মানুষের মনে যে ত্রাস, অস্থিরতা চলছে, তারই প্রতিবাদে এ নাটক।’

২০২০ সালের মার্চে নাটকটি নিয়ে কাজ শুরু করেন জামিল আহমেদ

২০২০ সালের মার্চে নাটকটি নিয়ে কাজ শুরু করেন জামিল আহমেদ; মাঝে করোনার হানায় কাজ খানিকটা থমকে গেলেও অনলাইনে সচল ছিল তাঁর নাট্যদল। বছরের শেষভাগে করোনার প্রকোপ কমতে থাকায় ডিসেম্বরে  ৪.৪৮ মন্ত্রাস নাটকের ১৭টি প্রদর্শনী হয়। বিধিনিষেধের কারণে অর্ধেক আসন খালি রাখায় অনেক দর্শক আগ্রহ থাকলেও নাটকটি দেখতে পারেননি। তাঁদের কথা বিবেচনায় রেখেই আবারও মঞ্চে আসছে নাটকটি।


নাটকটি এরপর আর মঞ্চে না–ও আসতে পারে বলে জানালেন নির্দেশক। আগামী দিনে নতুন নাটক নিয়ে কাজ করবে স্পর্ধা। ফলে আগ্রহীদের জন্য ৪.৪৮ মন্ত্রাস দেখার এটিই শেষ সুযোগ। ইতিমধ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের মূল্য ধরা হয়েছে ৫০০ ও ১ হাজার টাকা।

মাঝে দীর্ঘ বিরতির পর রিজওয়ান দিয়ে মঞ্চে আসেন জামিল আহমেদ, নাটকটি তুমুল আলোচিত হয়। এরপর ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর গঠিত হয় নাট্যদল স্পর্ধা। এরপর শহীদুল জহিরের উপন্যাস অবলম্বনে ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’, ‘বিস্ময়কর সবকিছু’ মঞ্চে এনেছেন তিনি। বর্তমানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কবিতা অবলম্বনে নতুন প্রযোজনা নিয়ে কাজ করছে নাট্যদলটি; বিষয়টি শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।