শনিবার কেনেডি সেন্টারে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াভিত্তিক বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠন ‘একতারা’ এ নাটকটি মঞ্চায়ন করবে
শনিবার কেনেডি সেন্টারে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াভিত্তিক বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠন ‘একতারা’ এ নাটকটি মঞ্চায়ন করবে

ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে ‘হাছন জানের রাজা’

সুনামগঞ্জ, নেত্রকোনা, রামপাশা, লক্ষ্মণশ্রী আর সিলেটের একাংশ নিয়ে পাঁচ লাখ বিঘার বিশাল অঞ্চলের জমিদার ছিলেন মরমি গীতিকবি হাসন রাজা। তাঁর জীবননির্ভর নাট্য প্রযোজনা ‘হাছন জানের রাজা’ মঞ্চস্থ করে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে নাট্যদল প্রাঙ্গণেমোর। শাকুর মজিদের লেখা নাটকটি এবার ভিন্ন উদ্যোগে মঞ্চস্থ হবে ওয়াশিংটন ডিসির মর্যাদাপূর্ণ কেনেডি সেন্টারে।

এর আগে ২০২৩ সালের জুন ও অক্টোবরে ভার্জিনিয়া ও নিউইয়র্কে দুটি প্রদর্শনী হয় এই নাটকের। আগামীকাল শনিবার কেনেডি সেন্টারে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াভিত্তিক বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠন ‘একতারা’ এ নাটকটি মঞ্চায়ন করবে। নির্দেশনা দিয়েছেন শেখ মাওলা মিলন। এর আগে ২০১১ সালে একতারা একই নাট্যকার শাকুর মজিদের অপর মঞ্চনাটক ‘মহাজনের নাও’ মঞ্চস্থ করেছিল।

নাটকটির টিকিটের মূল্য ৬০, ৭৫ ও ১১৫ ডলার। প্রায় ৫০০ আসনের এই প্রদর্শনীর সব টিকিট মাসখানেক আগেই বিক্রি হয়ে যায়। এর আগে বাংলাদেশের কোনো সাংস্কৃতিক উপস্থাপনা এই মিলনায়তনে হয়নি বলে দাবি করেছেন আয়োজকেরা।

হাছনজানের রাজা’র আগে ২০১০ সালে শাকুর মজিদ ‘মহাজনের নাও’ নাটকটি লিখেছিলেন

নাটকটির নির্দেশক একতারার দলনেতা শেখ মাওলা মিলন জানান, ‘আমরা এই নাটকের মাধ্যমে বাংলাদেশের নাটককে বিশ্বমঞ্চে নিয়ে আসার চেষ্টা করছি। আগের উপস্থাপনাগুলো থেকে এখানে কারিগরি দিক থেকে অনেক নতুন কিছু উপস্থাপন করছি, যাতে ইংরেজিভাষী যেকোনো দর্শক সাবটাইটেল, ভিজ্যুয়াল এসবের মাধ্যমে এই নাটকের মর্মবাণী বুঝতে পারেন।’

মহড়া চলছে

তাঁর ভাষ্য, ‘এই নাটক এর আগে গীতিনাট্য হিসেবে “নৃত্যশৈলী সিলেট” এবং ঢাকার “প্রাঙ্গণেমোর” দুইভাবে উপস্থাপন করে। কিন্তু আমরা এর কোনোটি অনুসরণ না করে আমাদের মতো করে উপস্থাপনের চেষ্টা করেছি। এখানে কোরিওগ্রাফি, মিউজিক, সাউন্ড ইফেক্ট, ভিজ্যুয়াল প্রেজেন্টেশন—এসবের কাজ করেছেন প্রবাসী বাংলাদেশি গুণী শিল্পীরা। কিছু কারিগরি বিষয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের কুশলীরাও আছেন। আর অভিনেতা–অভিনেত্রীদের সবাই অপেশাদার নাট্যকর্মী, যাঁরা ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া ও ম্যারিল্যান্ডে থাকেন। অপেশাদার শিল্পী হলেও আগেও অভিনয়, গান ও নৃত্যানুষ্ঠানে নিজেদের প্রতিভা দেখিয়েছেন। মূলত যুক্তরাষ্ট্রে বসবাসকারী নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য এবং মার্কিনদের কাছে বাংলাদেশের লোকসাহিত্যকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য প্রত্যেকের পেশাগত শত ব্যস্ততার মধ্যেও এ রকম অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছি।’

‘হাছন জানের রাজা’ মঞ্চস্থ করে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে নাট্যদল প্রাঙ্গণেমোর

ওয়াশিংটন ডিসির মর্যাদাপূর্ণ কেনেডি সেন্টারে মূলত যুক্তরাষ্ট্রের মূলধারার অপেরা, সংগীতানুষ্ঠান নিয়মিত প্রদর্শিত হয়ে থাকে।