আর্জেন্টিনার ম্যাচ: গ্যালারি থেকে মেহজাবীন ও ফারিণের সেলফি
বিনোদন ডেস্ক
কোপা আমেরিকায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারিতে বসে আর্জেন্টিনার ম্যাচটা উপভোগ করলেন ঢাকার দুই অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণ।
বুধবার বাংলাদেশ সময় সকালে শেষ হওয়া এই ম্যাচে চিলিকে ১ গোলে হারিয়েছেন মেসি, মার্তিনেজরা। গ্যালারিতে মেহজাবীনের সঙ্গে তোলা একটি সেলফি ফেসবুকে পোস্ট করে ফারিণ লিখেছেন, ‘আর্জেন্টিনা ১-চিলি ০।’
ম্যাচ শুরু হওয়ার আগে স্টেডিয়ামে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে মেহজাবীন লিখেছিলেন, ‘কে জিতবে?’
বিজ্ঞাপন
ম্যাচ শেষে আর্জেন্টিনার জার্সি জড়ানো হাস্যোজ্জ্বল ছবিটি পোস্ট করেছেন মেহজাবীন