ভরাট কণ্ঠের সঙ্গে পরিমিত অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অভিনেতা মীর রাব্বি। ভালোবাসা দিবসে নির্মাতা জাহিদ প্রীতমের ‘বুক পকেটের গল্প’ নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
ক্যারিয়ারের শুরুতে রেডিও জকি হিসেবে পরিচিতি পান মীর রাব্বি; সঙ্গে বিজ্ঞাপনচিত্রের নেপথ্য কণ্ঠেও নিয়মিত শোনা যায় তাঁকে। এর মধ্যে নির্মাতা মেজবাউর রহমান সুমনের ধারাবাহিক ‘কফি হাউজ’, অনিমেষ আইচের ‘জিরো ডিগ্রি’ সিনেমায় দেখা গেছে তাঁকে। তবে অভিনয়ে নিয়মিত ছিলেন না।
মাঝে রেডিও ছেড়ে একটি বিজ্ঞাপনী সংস্থায় চাকরি নেন। অফিস সামলে গত বছরের শুরুতে চরকিতে মুক্তিপ্রাপ্ত ‘ইন্টার্নশিপ সিরিজে কাজ করেছেন। চাকরির ফাঁকে অভিনয়টা চালিয়ে যাওয়া দুরূহ; অভিনয়ে মন দিতে চাকরিটা ছেড়ে দেন রাব্বি।
এখন সময় নিয়ে চরিত্রে ঢুকতে পারেন। ‘বুক পকেটের গল্প’ নাটকের মাহফুজ চরিত্রে নিজেকে উজাড় করে দিতে পেরেছেন। হাতেনাতে ফলও পেয়েছেন। ভালোবাসা দিবসে কে এস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তির পর রাব্বির প্রশংসায় ভাসছেন দর্শকেরা। খোল ভেঙে সাধারণ দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন তিনি।
গত সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে মীর রাব্বি জানান, ‘বুক পকেটের গল্প’ নাটকটি তাঁর ক্যারিয়ারে একটি মাইলফলক। তাঁর ভাষ্যে, ‘আমি ওটিটির জন্য কয়েকটি কাজ করেছি, এর মধ্যে দুয়েকটি ইউটিউবে আছে। তবে শুধু ইউটিউবের জন্য এটিই আমার প্রথম কাজ। দর্শকদের প্রতিক্রিয়া আমাকে সত্যিই আপ্লুত করেছে। তাঁদের প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ।’
এই নাটক রাব্বির অভিনয়ের ক্যারিয়ারের বাঁকবদল করেছে। মুক্তির দুই সপ্তাহের ব্যবধানে ইউটিউবে ৪৮ লাখের বেশিবার দেখা হয়েছে নাটকটি। সাবলীল অভিনয়ের কারণে দর্শকদের হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছেন; তাঁর ভরাট কণ্ঠের কারুকাজ মাহফুজ চরিত্রকে আলাদা উচ্চতায় নিয়েছে। রাব্বির কয়েকটি সংলাপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বুক পকেটের গল্পে ডুবে ছিলেন রাব্বি। এটির জন্য কয়েকটি কাজও ছেড়ে দিয়েছেন। তিনি বলেন, ‘সময় নিয়ে কাজটি করতে চেয়েছি, ফলে অন্য কাজ করিনি। নির্মাতা (জাহিদ প্রীতম) আমাকে যথেষ্ট সময় দিয়েছেন; দুজনের ভালো বোঝাপড়া তৈরি হয়েছে। চিত্রনাট্যের সঙ্গে আমার ব্যক্তিগত জীবনের খানিকটা মিল রেখেছেন তিনি।’
ক্যারিয়ারজুড়ে ‘তাকদীর’, ‘ভালো থেকো ফুল’, ‘তীরন্দাজ’, ‘ভ্রম’, ‘ইন্টার্নশিপ’সহ বেশ কয়েকটা ওটিটির কাজ করেছেন রাব্বি। বুক পকেটের গল্প নিয়ে ইউটিউবের নাটকে যাত্রা করলেন। এত দিন ইউটিউবের জন্য কাজ করেননি কেন, এমন প্রশ্নের জবাবে রাব্বি বলছেন, ‘আমি চাইলেও তো হবে না, আমাকে নিয়েও কাজ করতে হবে। যাঁরা ভিউয়ের দৌড়ের মধ্যে নেই, তাঁদের নিয়ে কাজের ঝুঁকি নিতে অনেকে ভয় পান।’
রাব্বির ভাষ্যে, ‘বিজ্ঞাপনী প্রতিষ্ঠান ও রেডিওতে চাকরি করতাম। আমি কাজ করতে চাই কি না, সেটা অনেকে জানতেন না। এখন ধীরে ধীরে জানছেন। চাকরি ছেড়ে এখন অভিনয়ের জন্য আরও সময় পাচ্ছি।’
বুক পকেটের গল্প নিয়ে আলোচনার মধ্যে কয়েকটি কাজের প্রস্তাব পেয়েছেন রাব্বি। তবে প্রশংসা কিংবা জনপ্রিয়তার জোয়ারে গা ভাসাতে নারাজ এই অভিনেতা। গল্প পড়ে, চরিত্র বুঝে সামনে এগোতে চান।
‘গল্পের সঙ্গে আমার চরিত্রটাকেও বিবেচনায় রাখি। পর্দার আমার চরিত্রের উপস্থিতি কতটুকু, সেটা কোনো ব্যাপার নয়। চরিত্রটা কতটা অর্থবহ, সেটা দেখি। সব ধরনের কাজ করে প্রতিদিনই চেহারা দেখাতে চাই না,’ বললেন তিনি।
২০০৫ সালে রেডিও টুডেতে কর্মজীবন শুরু করেন রাব্বি, এবিসি রেডিও ও রেডিও স্বাধীনেও কাজ করেছেন। ক্যারিয়ারের শুরুতে রেডিও জকি হিসেবে পরিচিতি পান তিনি। তবে শৈশব থেকেই মঞ্চনাটকে যুক্ত ছিলেন রাব্বি।
রাব্বির জন্ম ও বেড়ে ওঠা ঝিনাইদহে। পঞ্চম শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত থিয়েটার করেছেন। এরপর ঢাকায় আসেন, ঢাকা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
মেজবাউর রহমান সুমন, অনিমেষ আইচ ও মাসুদ হাসান উজ্জ্বলদের সঙ্গে ক্যামেরার পেছনে কাজ করেছেন রাব্বি। অনিমেষ আইচের জিরো ডিগ্রি সিনেমা করে অভিনয়ের প্রতি অনুপ্রাণিত হয়েছেন রাব্বি। অভিনয়ে থিতু হতে চান রাব্বি।
আগামী সপ্তাহে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তির অপেক্ষায় থাকা আলোক হাসানের স্বল্পদৈর্ঘ্য ‘নিষিদ্ধ’–তে দেখা যাবে তাঁকে। নির্মাতা শাহরিয়ার পলকের ওয়েব সিনেমা ‘বকুলের বুকে রক্তকরবী’–তেও কাজ করেছেন। এই ঈদে জাহিদ প্রীতমের আরেকটি কাজেও তাঁকে দেখা যেতে পারে।
অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনে নেপথ্য কণ্ঠেও নিয়মিত পাওয়া যাবে। রাব্বি বলেন, ‘বাচিকশিল্পী হিসেবে কাজটা ভীষণ উপভোগ করি। প্রতিটি বিজ্ঞাপনের ভিন্ন মুড—কোথাও আবেগ দিতে হয়, কোথাও ধারাবর্ণনা দিতে হয়, কোথাও চরিত্রের মতো বলতে হয়। এই কাজে থাকার কারণে অভিনয়ে বেছে কাজ করার সুযোগ হয়েছে।’