আবৃত্তিশিল্পী ও অভিনয়শিল্পী ক্যামেলিয়া মুস্তাফা মারা গেছেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানান নির্মাতা বদরুল আনাম সৌদ।
সৌদ আজ বুধবার প্রথম আলোকে জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তিনি মারা গেছেন। কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন এই শিল্পী।
একসময় নিয়মিত আবৃত্তি করতেন, অভিনয়ও করেছেন। মাঝে দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। সম্প্রতি দেশে এসেছিলেন।
গতকাল মঙ্গলবার রাতে উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে ক্যামেলিয়াকে সমাহিত করা হয়েছে।
কথাসাহিত্যিক শামসুদ্দীন আবুল কালাম ও হোসনে আরা বিজু দম্পতির মেয়ে ক্যামেলিয়া মুস্তাফা। শামসুদ্দীন আবুল কালামের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেতা গোলাম মুস্তাফাকে বিয়ে করেন বিজু। গোলাম মুস্তাফার পরিবারে মায়ের কাছে বেড়ে উঠেছেন ক্যামেলিয়া।