ঈদে বাংলাদেশ বেতারে তারিক মনজুরের লেখা তিনটি নাটক প্রচারিত হবে। ঈদের দিন বেলা তিনটায় ঢাকা ক কেন্দ্রে ৬৯৩ কিলোহার্টজ ও এফএম ১০৬ মেগাহার্টজ থেকে প্রচারিত হবে আকবরের আংটি। একই সময়ে বাণিজ্যিক কার্যক্রম ঢাকা ৬৩০ কিলোহার্টজ ও এফএম ১০৪ মেগাহার্টজ থেকে প্রচারিত হবে নাটক বিশুদ্ধ ঈদ আয়োজন। তিন পর্বের বিশেষ ধারাবাহিক পথ ভুলে প্রচারিত হবে ঈদের দিন থেকে পরপর তিন দিন এফএম ১০০ মেগাহার্টজে।
নাটকগুলোতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মনির হোসেন খান শিমুল, শতাব্দী ওয়াদুদ, আজাদ আবুল কালাম, মাসুম আজিজ, দীপা খন্দকার, নাজনীন হাসান চুমকিসহ আরও অনেকে। নাটকগুলো প্রযোজনা করেছেন সৈয়দা ফরিদা ফেরদৌসী।
এর আগে তারিক মনজুর রচিত ধারাবাহিক নাটক রেবা ও তাঁর বিড়াল দারুণ জনপ্রিয়তা পায়। এ নাটকে নিয়মিত তারকা শিল্পীরা অংশ নেন। ঈদের বিশেষ পর্বেও মামুনুর রশীদ, সুবর্ণা মুস্তাফা, তারিক আনাম খানের মতো জনপ্রিয় শিল্পীরা আছেন।