কিংবদন্তিতুল্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্পে মঞ্চে অভিনয় করবেন টনি ডায়েস ও প্রিয়া ডায়েস। এই নাটকের মধ্য দিয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কোনো মঞ্চনাটকে অভিনয় করবেন এই অভিনয়শিল্পী দম্পতি। ঘটনা সামান্য নামের এ নাটকটি নির্দেশনা দিচ্ছেন ফরহাদ হোসেন। ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যামাইকার পিএস ১৩১-এ নাটকটির মঞ্চায়ন হবে।
দেড় দশকেরও বেশি সময় সপরিবার যুক্তরাষ্ট্রে প্রবাসী জীবন কাটাচ্ছেন টনি ডায়েস। চাকরি ও পরিবার নিয়ে ব্যস্ততার মধ্যেও সময় বের করে অভিনয় করেন তিনি। আন্তরিক আয়োজক পান না বলে জানান এই অভিনয়শিল্পী। প্রথম আলোকে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে আগেও অভিনয় করেছি, কিন্তু নিউইয়র্কে করা হয়নি। আমাদের নাটক-পাগল বন্ধু, ডালাসের ফরহাদ হোসেন আর গুণী শিল্পী মেহের আফরোজ শাওনের আমন্ত্রণেই কাজটা করার আগ্রহ পেলাম।’
খানিকটা আক্ষেপের স্বরে টনি বলেন, ‘একজন শিল্পীকে তাঁর প্রাপ্য সম্মানী দেওয়া উচিত। নিউইয়র্কের আয়োজকেরা সেটা করতে চান না। সম্পর্ক ব্যবহার করে নিজেদের অনুষ্ঠান মানসম্মত করতে চান। তা ছাড়া নিউইয়র্কে অনেক ভালো শিল্পীকেও আয়োজকেরা ডাকতে চান না। ব্যাপারটা অনেকটা ঘরের মানুষকে স্বীকৃতি না দেওয়ার মতোই।’
বিদেশের মাটিতে অভিনয়ে ফেরার আগের প্রস্তুতি কেমন? টনি বলেন, ‘এখানে সবাই জীবন-জীবিকা নিয়ে ভীষণ ব্যস্ত। সবাইকে নিজ হাতে সব কাজ করতে হয়। কেউ কেউ ভিন্ন ভিন্ন রাজ্যে থাকেন। কেউ নিউ জার্সি, কেউ ডালাস, কেউ নিউইয়র্কে। ব্যস্ততার ফাঁকেই নাটকটা আমরা মঞ্চস্থ করছি। শুরুর কয়েক দিন কল কনফারেন্সে প্লেরিডিং করেছি। তারপর সবাই একসঙ্গে হওয়ার পর ব্লকিং চলছে। মঞ্চে ওঠার আগ পর্যন্ত রিহার্সাল চলবে।’
ঘটনা সামান্য নাটকের অন্য শিল্পীরা হলেন খুরশিদুজ্জামান উৎপল, শিরিন বকুল, স্বাধীন খসরু, নাজিয়া হাসান, ফরহাদ হোসেন প্রমুখ।