নতুন নাটক নিয়ে নতুন দলের যাত্রা হবে আজ

রোববার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে ‘এ নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট’। ছবি: ফেসবুক থেকে নেওয়া
রোববার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে ‘এ নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট’। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এমটি স্পেস মঞ্চনাটকের একটি নতুন দল। আজ সন্ধ্যায় দর্শকের সামনে দলটির যাত্রা শুরু হবে। আজ সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে দলটির প্রথম নাটক ‘এ নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট’।

সাইমন জাকারিয়ার লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন নূর জামান। নাটকের মঞ্চসজ্জা, আলোক, পোশাক পরিকল্পনাসহ আবহসংগীতও পরিকল্পনা করেছেন তিনি। এমটি স্পেস দলের সভাপতি গোলাম শাহরিয়ার জানান, আজ বাংলাদেশের থিয়েটারের চার পথিকৃৎ আতাউর রহমান, মামুনুর রশীদ, ম হামিদ এবং নাসির উদ্দীন ইউসুফ উপস্থিত থেকে দলটির উদ্বোধন করবেন। এমটি স্পেস নাট্যদলটির উপদেষ্টা মঞ্চসারথি আতাউর রহমান, নাট্যব্যক্তিত্ব গোলাম সারোয়ারসহ অন্য নাট্যব্যক্তিত্বরাও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

মহড়াকক্ষে নতুন নাটকের দল এমটি স্পেসের সদস্যরা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

দীর্ঘ অনুশীলন ও মহড়ায় নিজেদের ঝালিয়ে নিয়েছে দলটি। এ দল করার আগে প্রত্যেক সদস্যের আছে থিয়েটারে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা। ইতিমধ্যে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে হয়ে গেছে নাটকটির কারিগরি মঞ্চায়ন। উইলিয়াম শেক্​সপিয়ারের ‘দ্য ট্র্যাজেডি অব রোমিও অ্যান্ড জুলিয়েট’-এর আখ্যানকে প্রশ্নবিদ্ধ করে লেখা হয়েছে এই নাটক। নাটকের কেন্দ্রীয় চরিত্র এখনকার একজন কবি। পূর্ণিমা রাতে সমাধিতে ফোটা ফুলের গন্ধে যে মাতোয়ারা হয়, গেয়ে ওঠে নিষ্ঠাপ্রেমের গান। সে রকম এক রাতে তার গানে রোমিও আর জুলিয়েট এসে হাজির হয় কবির সামনে। কবি জুলিয়েটকে জানিয়ে দেয়, রোমিও আসলে জুলিয়েটের আগে ভালোবাসত রোজালিনকে। তাকে দেখার জন্য বন্ধুদের সঙ্গে রাতের এক ভোজসভায় যায় সে। সেখানেই জুলিয়েটের রূপে মুগ্ধ হয়ে ভুলে যায় রোজালিনকে। এ কথায় অসহায় বোধ করে প্রেমিকযুগল। তারা সাহায্য চায় ফাদার ফায়ারের।

সাইমন জাকারিয়ার লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন নূর জামান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এই ফাদার গোপনে রোমিও-জুলিয়েটের বিয়ে সম্পন্ন করেছিল। সত্য প্রকাশ না করে সে আবার প্যারিসের সঙ্গে জুলিয়েটের বিয়ে দিতে রাজি হয়েছিল। নিজের এ গোপন কর্মকে আড়াল করতে জুলিয়েটকে আত্মহত্যায় বাধ্য করেছিল ফাদার। কবি সেটাও মনে করিয়ে দেয়।

‘এ নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট’ এমটি স্পেসের প্রথম নাটক। ছবি: ফেসবুক থেকে নেওয়া

কবির এসব কাণ্ডে ফাদার আহ্বান করে উইলিয়াম শেক্​সপিয়ারকে। কবি শেক্‌সপিয়ারকেও ছাড়েনি। প্রশ্নবাণে জর্জরিত করে শেক্​সপিয়ারের ‘দ্য ট্র্যাজেডি অব রোমিও অ্যান্ড জুলিয়েট’ নাটকের গঠন ভেঙে দেয়।

আজ উদ্বোধনী মঞ্চায়নের পর আগামীকাল একই মঞ্চে দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এ নাটকে অভিনয় করছেন গোলাম শাহরিয়ার, ফকির বিপ্লব, লোবা আহমেদ, গৌরাঙ্গ বিশ্বাস ও নূর জামান। আজ উদ্বোধনী মঞ্চায়নের পর আগামীকাল একই মঞ্চে দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে।