র‌্যাম্প মডেল হিসেবে বেশি পরিচিতি ইমির
র‌্যাম্প মডেল হিসেবে বেশি পরিচিতি  ইমির

‘কাজের চাইতে এখানে আওয়াজ বেশি’

দীর্ঘদিন ধরে মডেলিং করেন ইমি। পাশাপাশি নাটকে অভিনয় করেন। একজন র‌্যাম্প মডেল হিসেবে বেশি পরিচতি তাঁর। অনেক দিন হলো নাটকে অভিনয় করছেন না। এরই মধ্যে সিনেমায় অভিষেক হয়েছে এই মডেলের। ‘আজব কারখানা’ ও ‘কাগজ’ নামে দুটি সিনেমায় অভিনয় করেছেন। ছবি দুটি এখনো প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। এবার বাণিজ্যিক ঘরানার ছবিতে অভিনয় করলেন ইমি। নাম ‘লোকাল’। সেখানে কুসুম নামের একটি চরিত্রে অভিনয় করছেন তিনি।

বাণিজ্যিক ছবিতে কাজ নিয়ে ইমি বলেন, ‘আমি দুটি ভিন্নধারার ছবিতে কাজ করেছি। এখনো ছবি দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। বাণিজ্যিক ছবিতে কাজের আগ্রহ আগে থেকেই ছিল। এ ধরনের ছবিতে অভিজ্ঞতা নেওয়ার জন্য অভিনয় করছি। তবে এই ছবির কাজে খুব একটা খুশি নই আমি।’

মডেল ইমি

বাণিজ্যিক ছবির কাজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কিছুটা হতাশার সুর শোনা গেল তাঁর কণ্ঠে। তিনি বলেন, ‘অনেকেই বলতেন, তুমি ফ্যাশন শো করো, তোমাকে বাণিজ্যিক ছবিতে ভালো মানাবে। কেন করো না। কয়েক দিন কাজ করে বুঝলাম, এখানকার কাজ স্ট্যাবল মনে হয়নি। এই ছবিতে অনেক ভালো শিল্পী আছেন। ভেবেছিলাম, কাজ করতে গিয়ে জানব, শিখব তাঁদের কাছ থেকে। কিন্তু কাজটি আমার কাছে পরিপূর্ণ অর্গানাইজড মনে হয়নি। মনে হয়েছে, কাজের চেয়ে এখানে আওয়াজ বেশি।’

ইমি আরও বলেন, ‘আমি সিনেমায় না এলে বুঝতাম না এখানকার পরিবেশ। অথচ নাটক–মডেলিংয়ের কাজগুলো কত পরিকল্পনা করে করা হয়, আগে কাজ, তারপর আওয়াজ।’

দীর্ঘদিন ধরে মডেলিং করেন ইমি

এরই মধ্যে রাজশাহী ও ঢাকায় ছবিতে তাঁর অংশের দুই দিনের শুটিং হয়েছে। সহশিল্পী ছিলেন আহমেদ শরিফ। তাঁর সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে ইমি বলেন, ‘এই ছবিতে এখন পর্যন্ত আহমেদ শরিফের সঙ্গে একটি দৃশ্য করার সুযোগ পেয়েছি। এটাই আমার বড় অ্যাচিভমেন্ট। সহশিল্পী হিসেবে মাত্র এক দিনের শুটিংয়ে বুঝেছি, তিনি সিনেমার একজন লিভিং লিজেন্ড। অল্প সময়ে তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি।’

বাণিজ্যিক ঘরানার ছবিতে কাজ করে হতাশ হলেও হাল ছাড়ছেন না ইমি। তিনি বলেন, ‘হাতে আরও সময় নিয়ে রাজি হওয়ার দরকার ছিল। পরের কাজগুলো বুঝেশুনে করতে চাই।’

মডেল ইমি

ওটিটির কাজেও আগ্রহ আছে এই মডেল-অভিনেত্রীর। তিনি বলেন, ওটিটির কাজগুলো খুবই পরিকল্পিতভাবে হচ্ছে। কনটেন্টের মান ভালো। এখানকার গল্পে নায়ক-নায়িকার চেয়ে চরিত্রের ওপর বেশি জোর দেওয়া হয়।
সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’ ছবিতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, বুবলী, আজাদ আদর, সিবা শানু প্রমুখ। পরিচালক জানান, ঢাকায় আরও একধাপ শুটিং করলে ছবির কাজ শেষ হবে।