শাকিব লিখলেন—ভালোবাসো, বাঁচো, হাসো; বুবলী লিখলেন, নিজের মতো সুন্দর হয়ে উঠুন
বিনোদন ডেস্ক
ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা রকম ব্যস্ততার কথা। কখনো কখনো সেগুলো বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
এবার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘তুফান’। এরই মধ্যে ছবিটির টিজার, গান চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে সাড়া ফেলেছে। প্রেক্ষাগৃহের মালিকদেরও আগ্রহের দিকে শীর্ষে আছে ছবিটি। এর বাইরে গত বছর মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ ছবির টেলিভিশন ও ওটিটিতে প্রিমিয়ার হচ্ছে এবারের ঈদে। যথারীতি প্রায় প্রতিটি চ্যানেলেই প্রচারিত হবে শাকিব খান অভিনীত আরও চলচ্চিত্র। ঢালিউড সুপারস্টার শাকিব খানের ভেরিফায়েড ফেসবুক পেজের প্রোফাইলে এই স্থিরচিত্র আপলোড করে ক্যাপশনে জুড়ে দেওয়া হয়েছে, ‘ভালোবাসো, বাঁচো, হাসো।’
সাধারণত গত কয়েক ঈদে ধারাবাহিকভাবে শবনম বুবলী অভিনীত দুটি করে চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এবারও দুটি চলচ্চিত্র মুক্তির সম্ভাবনা দেখা দিয়েছিল। শেষ মুহূর্তে ‘জংলী’ ছবিটির শুটিং শেষ না হওয়ায় মুক্তি দিতে পারেনি প্রযোজনা প্রতিষ্ঠান। তাই এবার ‘রিভেঞ্জ’ ছবিটি নিয়েই প্রেক্ষাগৃহে আসছেন বুবলী। গতকাল বৃহস্পতিবার ছবিটি নিয়ে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। আজ শুক্রবার এই চিত্রনায়িকা একাধিক স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে লেখেন, ‘নিজের মতো সুন্দর হয়ে উঠুন।’
বিজ্ঞাপন
টেলিভিশন নাটকের ব্যস্ত অভিনয়শিল্পী মনিরা মিঠু তাঁর ফেসবুকে লিখেছেন, ‘পাগল হওয়া অনেক আরামের বিষয়! প্রথমত তার দায়িত্ববোধ থাকে না! পৃথিবীর সব কাজকর্ম থেকে তার ছুটি হয়।’
বিজ্ঞাপন
অভিনয়শিল্পী মা আজমেরী হক বাঁধনকে তাঁর মেয়ে সায়রার সঙ্গে মিলিয়ে প্রায়ই একই রকমের পোশাক পরে ফেসবুকে ছবি পোস্ট করতে দেখা যায়। আজ শুক্রবার বাঁধন তাঁর মেয়ের সঙ্গে এই স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘হ্যালো টার্কি।’এবারের ঈদে বেশ কয়েকটি নাটকে দেখা যাবে সাদিয়া আয়মানকে। ঈদের বিশেষ অনুষ্ঠানের শুটিংও করেছেন তরুণ প্রজন্মের এই অভিনয়শিল্পী। এমনই এক শুটিংয়ের ফাঁকে একাধিক স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘কিছু অসাধারণ মুহূর্ত।’