জার্মানির ৫৮তম হফ ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে প্রদর্শিত হলো শাহাদাত হোসেনের তথ্যচিত্র ‘বাণীশান্তার গল্প’। খুলনার মোংলায় অবস্থিত বাণীশান্তা দ্বীপের যৌনকর্মীদের নিয়ে নির্মিত হয়েছে তথ্যচিত্রটি। গতকাল উৎসবে দেখানো হয় সিনেমাটি। বাণীশান্তার গল্পের আরও একটি প্রদর্শনী রয়েছে আগামীকাল। উৎসবের ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা যায়।
৬৬ মিনিটের এ তথ্যচিত্রে উঠে এসেছে বাণীশান্তা দ্বীপের যৌনকর্মীদের জীবন। নানা প্রতিকূলতা, খারাপ আবহাওয়া ও পরিবেশের নানা বিপর্যয় অতিক্রম করে যৌনকর্মীরা জীবন কাটান বাণীশান্তা যৌনপল্লিতে।
তিন বছরের বেশি সময় ধরে এ দ্বীপের যৌনকর্মী রিনা, রূপালী ও রুনুকে অনুসরণ করে নির্মাণ করা হয়েছে তথ্যচিত্রটি, এমনটাই গণমাধ্যমে জানিয়েছেন নির্মাতা।
বাণীশান্তার গল্প প্রসঙ্গে নির্মাতা শাহাদাত হোসেন বলেন, ‘তথ্যচিত্রটি এই নারীদের এমন দুর্বল জীবনযাপনকে তুলে ধরা হয়েছে, যেখানে তাঁদের দৈনন্দিন পেশার চাহিদা, সংকট এবং বাণীশান্তার ক্রমাগত পরিবর্তনশীল জলবায়ু—দুটোই চিত্রিত হয়েছে।
নারীর আবেগ–অনুভূতি, পারস্পরিক সহ-অবস্থান যেমন চিত্রিত হয়েছে, তেমনি দ্বীপের চারপাশে থাকা প্রাকৃতিক দৃশ্য, প্রবহমান নদীর পাশ ঘেঁষে পতিতালয়ে বসবাসের চরম চাপও তুলে ধরা হয়েছে।’