বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে ১৩ দিন ধরে হাসপাতালে ভর্তি আছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা প্রবীর মিত্র। শরীরে অক্সিজেন–স্বল্পতাসহ বেশ কিছু অসুস্থতায় গত ২২ ডিসেম্বর তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অবস্থার অবনতি হচ্ছে তাঁর। প্রথম আলোকে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, অভিনেতার উন্নত চিকিৎসার জন্য সরকারের সহায়তা চান তাঁরা।
আজ শনিবার সন্ধ্যায় প্রবীর মিত্রর শারীরিক অবস্থা নিয়ে এই প্রতিবেদকের কথা হয় তাঁর ছোট ছেলে সিফাত ইসলামের সঙ্গে। সিফাত বলেন, ‘সরকার থেকে শিল্পী সমিতি—আমরা কারও সঙ্গে যোগাযোগ করতে পারছি না। সমিতির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি, কিন্তু সমিতির কারও সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আমরা চাই, বিষয়টি রাষ্ট্র দেখুক। তাঁর উন্নত চিকিৎসার ব্যবস্থা করুক। মেডিকেল বোর্ড গঠন করার সুযোগ থাকলে তা হোক। এই চলচ্চিত্রের জন্য উনি অনেক দিয়েছেন। আমরা চাই, জীবিত থাকা অবস্থায় তিনি সেই সম্মানটা পান।’
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সঙ্গে যোগাযোগের চেষ্টার বিষয়ে তিনি বলেন, ‘আজ অঞ্জনা আন্টি মারা গেলেন। তাঁর জানাজায় এফডিসিতে অনেকেই এসেছেন। এমন অনেকের মাধ্যমে শিল্পী সমিতির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি আমরা। আর বাবার সঙ্গে যাঁদের যোগাযোগ ছিল, তাঁদের অনেকেই দেশের বাইরে, দেশে যাঁরা আছেন, তাঁদের সঙ্গে আমাদের যোগাযোগ নেই।’
সিফাত ইসলাম জানান, তাঁর বাবা নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২২ ডিসেম্বর তাঁর বাবাকে হাসপাতালে ভর্তি করেন। তখন শরীরে অক্সিজেনের অভাব দেখা দিচ্ছিল। এরপর আইসিইউতে নেওয়া হয়। সেখান থেকে কেবিনে দেওয়া হয়েছিল। এখন আবার এইচডিইউতে রাখা হয়েছে। তেমন কোনো অগ্রগতি নেই। খারাপ অবস্থার দিকে। ব্লাড লস হচ্ছে, প্লাটিলেটও কমে যাচ্ছে।
১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। তাঁর পুরো নাম প্রবীর কুমার মিত্র। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন। স্কুলজীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অভিনয় করেছিলেন তিনি।
১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রবীর মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান। যদিও চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৭১ সালের ১ জানুয়ারি। ক্যারিয়ারের শুরুর দিকে প্রবীর মিত্র ‘নায়ক’ হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছন। এরপর চরিত্রাভিনেতা হিসেবে কাজ করেও তিনি পেয়েছেন দর্শকপ্রিয়তা।