বিনোদনের ক্ষেত্রে বছরের সেরা কাজের স্বীকৃতি দিতে ১৯৯৮ সালে মেরিল-প্রথম আলো পুরস্কার প্রবর্তন করা হয়
বিনোদনের ক্ষেত্রে বছরের সেরা কাজের স্বীকৃতি দিতে ১৯৯৮ সালে মেরিল-প্রথম আলো পুরস্কার প্রবর্তন করা হয়

সবচেয়ে বেশি মেরিল–প্রথম আলো পুরস্কার পেয়েছেন কোন তারকা

বিনোদনের ক্ষেত্রে বছরের সেরা কাজের স্বীকৃতি দিতে ১৯৯৮ সালে মেরিল-প্রথম আলো পুরস্কার প্রবর্তন করা হয়। এ বছর দেশের সবচেয়ে জমকালো পুরস্কারটির রজতজয়ন্তী পূর্তি হচ্ছে। ২৪ মে ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারের দ্য গ্রেস মিলনায়তনে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৩ দেওয়া হবে।
প্রতিবছরের মতো এবারও ‘তারকা জরিপ পুরস্কার’, ‘সমালোচক পুরস্কার’ ও ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হবে। এ বছর কারা পদক ও সম্মাননা পাবেন, তা জানতে পুরস্কার ঘোষণার জন্য অপেক্ষায় থাকতে হবে।

দুই যুগের ইতিহাসে সর্বোচ্চ ১২ বার পেয়েছেন চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা

এর আগে জেনে নেওয়া যাক মেরিল-প্রথম আলো পুরস্কারের ইতিহাসে সবচেয়ে বেশিবার কারা পুরস্কার পেয়েছেন। তারকা জরিপ ও সমালোচক পুরস্কার বিশ্লেষণ করে দেখা গেছে, দুই যুগের ইতিহাসে সর্বোচ্চ ১২ বার পেয়েছেন চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

তারকা জরিপ শাখায় নয়বার পুরস্কার পেয়েছেন এই তারকা; এর মধ্যে টিভি অভিনেত্রী হিসেবে ছয়বার, চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে একবার ও মডেল (নারী) হিসেবে দুইবার পুরস্কার বাগিয়েছেন তিনি। সমালোচক পুরস্কার শাখায় চলচ্চিত্র ও টিভি নাটক মিলিয়ে তিনবার পুরস্কার পেয়েছেন তিশা।

তারকা জরিপ শাখায় সর্বোচ্চ ১০ বার পদক পেয়েছেন শাবনূর

এককভাবে তারকা জরিপে সর্বোচ্চ ১০ বার পুরস্কার পেয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী শাবনূর। এরপর তারকা জরিপে আটবার পেয়েছেন টিভি অভিনেতা জাহিদ হাসান ও ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’।

তারকা জরিপে আটবার পেয়েছেন টিভি অভিনেতা জাহিদ হাসান

সাতবার তারকা জরিপ পুরস্কার পেয়েছেন চলচ্চিত্র অভিনেতা শাকিব খান ও গায়িকা ন্যান্‌সি। ছয়বার পেয়েছেন গায়ক আসিফ আকবর, মডেল নোবেল ও এলআরবি ব্যান্ড।

সাতবার তারকা জরিপ পুরস্কার পেয়েছেন চলচ্চিত্র অভিনেতা শাকিব খান

সমালোচক পুরস্কার শাখায় চলচ্চিত্র অভিনেতা শাখায় সর্বোচ্চ পাঁচবার পুরস্কার পেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, সেরা টিভি অভিনেতা শাখায় তিনবার পেয়েছেন মোশাররফ করিম, টিভি অভিনেত্রী ও চলচ্চিত্র শাখায় তিনবার পেয়েছেন নুসরাত ইমরোজ তিশা। টিভি অভিনেত্রী হিসেবে অপি করিম দুইবার, চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে জয়া আহসান দুইবার পুরস্কার পেয়েছেন।

সমালোচক পুরস্কার শাখায় সর্বোচ্চ পাঁচবার পুরস্কার পেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী

২৪ মে মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৫তম আসরে কান্ডারি হিসেবে থাকছেন নন্দিত উপস্থাপক হানিফ সংকেত। দুই দশক পর মেরিল-প্রথম আলো পুরস্কারের উপস্থাপনায় ফিরলেন তিনি। এবারের আসরের প্রাণভোমরা হয়ে মঞ্চে আলো ছড়াবেন এই উপস্থাপক।

২০০৩ সালে মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের ফাঁকে প্রয়াত নায়করাজ রাজ্জাক ও প্রয়াত চিত্রনায়িকা কবরীর সঙ্গে হানিফ সংকেত

পুরস্কারের বাইরে প্রতিবছরই থাকে সাংস্কৃতিক আয়োজন। যেহেতু এ বছর মেরিল-প্রথম আলো পুরস্কারের রজতজয়ন্তী, তাই থাকছে অনেক চমক। কারণ, এবার পুরো আয়োজনের পরিকল্পনা ও পরিচালনা করছেন হানিফ সংকেত।