অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের আজ জন্মদিন। বিশেষ দিনটিতে অনেক রাত পর্যন্ত বন্ধু ও সহকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। ঘুমাতে দেরি হয়। বেলা ১১টার দিকে ঘুম থেকে উঠেছেন। পরে মুখোমুখি হলেন প্রথম আলোর। ২ মিনিটে ২০টি প্রশ্নের উত্তর দিয়ে চমকে দিয়েছেন মিম। ‘পরাণ’ তারকা প্রতি প্রশ্নের জন্য গড়ে ৬ সেকেন্ড সময় দিয়েছেন। ভক্তদের জানা-অজানা অনেক প্রশ্নের উত্তর মিলবে।
শুভ জন্মদিন। জন্মদিনের প্রথম শুভেচ্ছা জানিয়েছেন কে?
ধন্যবাদ। এই প্রশ্নের উত্তর একটু বড় হয়ে যাবে। কাকে আগে বলব? আমার ছোট বোন কানাডা থেকে ১০ মিনিট আগে থেকেই মোবাইল ফোন দিয়ে অপেক্ষা করছিল জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য। আমার মা-বাবা, পরিবারের লোকেরা ছিল। আমার স্বামী, কাজিনরা অপেক্ষায় ছিল। একসঙ্গে সবাই রাত ১২টায় উইশ করেছে।
ঘুম থেকে উঠে কোন বিষয়টা ভাবছেন?
জন্মদিন মানে আমার কাছে রেস্টে থাকা। কিছুটা হ্যাং আউট করা এতটুকুই। কোথায় যাব, এটাই ভাবছি।
আপনার কাছে জন্মদিন মানে কী?
নতুন একটি দিন শুরু হলো।
জন্মদিন কখনো কি ভুলে গিয়েছেন?
ভুলতে চাই, কিন্তু পারি না।
জন্মদিনে কখনো মন খারাপ হয়েছে?
এখন পর্যন্ত হয়নি। আমি লাকি।
অভিনেত্রী না হলে কোন পেশায় যাওয়ার ইচ্ছা ছিল?
শৈশবে চিকিৎসক হতে চাইতাম।
যখন আপনি লাক্স সুপারস্টার হন, তখন কোন ক্লাসে পড়তেন?
ক্লাস টেনে। তখন থেকেই আমার ক্যারিয়ার শুরু।
অভিনয়ের পাশাপাশি অন্য কোন পেশায় মন টানে?
আমার বিজনেস ওম্যান হওয়ার ইচ্ছা আছে। ইন্টেরিয়র ডেকোরেশন—এ ধরনের কাজগুলো আমাকে অনেক টানে।
মিডিয়া অঙ্গনে আপনার সবচেয়ে ভালো বন্ধু কে?
সজল (আবদুন নূর সজল) ভাইয়া।
বাসা থেকে বের হওয়ার সময় কোন জিনিসটা নিতে কখনোই ভোলেন না?
মোবাইল ফোন।
প্রায়ই বাসা থেকে বের হওয়ার সময় কী সঙ্গে নিতে ভুলে যান?
টাকা। বাসা ছাড়ার পর মনে হয় ব্যাগটাই সঙ্গে আনিনি। ব্যাগ নিলেও এক্সট্রা টাকা নিতে ভুলে যাই।
তারকাখ্যাতির কারণে যে ইচ্ছাটা পূরণ করতে পারেন না।
প্রায়ই ইচ্ছা হয় ঢাকা শহরে রিকশায় করে ঘুরতে, কিন্তু সবাই চেনার কারণে পারি না।
আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কী?
আমার পরিবার।
কখনো কি মনে হয়েছে, অভিনয় ছাড়তে চেয়েছেন?
এখন পর্যন্ত না। এটা বেঁচে থাকতে মনে হয় না ছাড়তে পারব।
সবশেষে আপনার দেখা কোন সিনেমাটি ভালো লেগেছে?
আমার অভিনীত ‘পরাণ’। অন্যদের মধ্যে শাহরুখ খানের ‘জওয়ান’।
প্রতিদিন কত ঘণ্টা ঘুমান?
আমার পারফেক্ট ঘুম হয় সাত-আট ঘণ্টা। তবে ছয় ঘণ্টা অবশ্যই ঘুমাই।
ঘুমানোর কি নির্দিষ্ট কোনো সময় আছে?
আমি চেষ্টা করি আর্লি ঘুমিয়ে যেতে আবার সকালে ঘুম থেকে উঠতে। তবে শুটিংয়ের জন্য প্রায়ই সময়মতো ঘুমাতে পারি না।
রান্না করতে পারেন?
আমি শুধু ডেজার্ট রান্না করতে পারি। তবে মূল রান্না শিখলে অবশ্যই পারব।
দেশে বারবার কোথায় ঘুরতে যেতে ইচ্ছা করে?
কক্সবাজার।
শৈশবের কোন ঘটনাটা এই মুহূর্তে মনে পড়ছে?
শৈশব মানেই তো অনেক অনেক ঘটনা। প্রতিটা মুহূর্ত আনন্দের। আজ এই মুহূর্তে মনে পড়ছে লাক্স চ্যানেল আই সুপারস্টার হওয়ার কথা। তখন আমার বয়স আঠারোর কম ছিল।