ইকবালের ‘ঢাকার নাগিন’ এবার এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত

ইকবালের নতুন সিনেমা ‘ঢাকার নাগিন’ এবার বুসানের এশিয়ান প্রজেক্ট মার্কেটে
ছবি: কোলাজ

গত বছর অক্টোবরে হঠাৎ করেই চলচ্চিত্র অঙ্গনের জন্য দারুণ সুখবর দেন তরুণ নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী। সেবার তাঁর প্রথম সিনেমা ‘বলী’র হাত ধরে আসে বড় প্রাপ্তির খবর। সিনেমাটি ২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ নিউ কারেন্টস পুরস্কার জিতেছিল, যা ছিল দেশের বড় অর্জনের একটি। এবারও বুসান থেকে এল সুখবর। ইকবালের নতুন সিনেমা ‘ঢাকার নাগিন’ এবার বুসানের এশিয়ান প্রজেক্ট মার্কেটে (এপিএম) নির্বাচিত হয়েছে।

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়ান প্রজেক্ট মার্কেট। গুরুত্বপূর্ণ এই সিনেমা বাজারে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩০টি সিনেমা নির্বাচিত হয়েছে। আজ মঙ্গলবার এই তালিকা প্রকাশ করেছে উৎসব কর্তৃপক্ষ। সেই তালিকায় জায়গা পেয়েছে বাংলাদেশের ‘ঢাকার নাগিন।’ আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম এপিএম-এ নির্বাচিত সিনেমা নিয়ে খবর প্রকাশ করেছে।

নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী

আন্তর্জাতিক গণমাধ্যম ডেডলাইনে শুরুতেই ‘ঢাকার নাগিন’ নিয়ে বলা হয়েছে। তারা লিখেছে, এবারও এশিয়ার বেশির ভাগ দেশ থেকে প্রজেক্টগুলো নির্বাচিত হয়েছে। এর মধ্যে অনেকেই রয়েছেন, যাঁদের সিনেমা এর আগে কোরিয়ার এই উৎসবে মনোনীত ও পুরস্কৃত হয়েছে। এই তালিকার মধ্যে রয়েছে ‘ঢাকার নাগিন’ সিনেমাটি। এটি নির্মাণ করবেন বাংলাদেশের পরিচালক ইকবাল এইচ চৌধুরী।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, এই পরিচালক সর্বশেষ আয়োজিত বুসান উৎসব থেকে ‘বলী’ সিনেমার জন্য নিউ কারেন্টস পুরস্কার জয় করেন। নতুন এই ‘ঢাকার নাগিন’ সিনেমাটির গল্প কি নিয়ে, সেটা এখনো জানা যায়নি। তবে সিনেমার প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন ইকবাল ও চিত্রগ্রাহক তুহিন তমিজুল।

‘বলী’ সিনেমার পোস্টার

এশিয়ান প্রজেক্ট মার্কেট কী? সিনেমার এই বাজার বিভিন্ন দেশের নামীদামি প্রযোজক, সহ–প্রযোজক, ডিস্ট্রিবিউটর, চলচ্চিত্র উৎসবের আয়োজকসহ অন্যদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয়। মেলে আর্থিক বড় সহযোগিতা। প্রি-প্রোডাকশন ও পোস্ট প্রোডাকশনের জন্য সরাসরি সহযোগিতা পাওয়া যায়। পাওয়া যায় প্রযুক্তিগত সাহায্যও। সব মিলিয়ে এশিয়ার অন্যতম বড় এই চলচ্চিত্র বাজার নিয়ে তরুণ নির্মাতাদের ব্যাপক আগ্রহ থাকে।  
শুধু তা–ই নয়, সম্মানজনক এই প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হওয়া সিনেমাগুলোকে আলাদা করে গুরুত্ব দেওয়া হয়। কারণ, এসব সিনেমাই পরে কান, বার্লিন ভেনিস, টরন্টোসহ সম্মানজনক উৎসবে জায়গা করে নেয়। গত চার বছরে দুটি সিনেমা এই বাজারে নির্বাচিত হয়েছে।

বুসানের মঞ্চে ইকবাল হোসাইন চৌধুরী

২০২২ সালে মাকসুদ হোসাইনের ‘সাফা’ ও গত বছর রবিউল আলম রবির ‘সুরাইয়া’ নির্বাচিত হয়। এর আগেও কিছু সিনেমা নির্বাচিত হয়েছে। আগামী অক্টোবরের ২-১১ তারিখ পর্যন্ত চলবে বুসান চলচ্চিত্র উৎসব। এর মধ্যেই প্রজেক্ট মার্কেটের এই আসর বসবে ৫-৮ অক্টোবর। সেখানে প্রযোজক ও পরিচালকেরা নিজেদের সিনেমাকে তুলে ধরবেন।