‘ওমর’ সিনেমার পোস্টার থেকে। ছবি : ফেসবুক থেকে
‘ওমর’ সিনেমার পোস্টার থেকে। ছবি : ফেসবুক থেকে

এবার যুক্তরাষ্ট্র, কানাডা ও মধ্যপ্রাচ্যে ‘ওমর’

কয়েক বছর ধরে দেশের বাইরে বাংলা ভাষাভাষীদের কাছে দেশি সিনেমা জনপ্রিয় হয়ে উঠছে। বাংলাদেশে মুক্তির একটা সময় পর দেশের বাইরে যাচ্ছে সিনেমাগুলো। তবে দেশে যেসব সিনেমা আলোচিত হচ্ছে, সেসব সিনেমার প্রতিই প্রবাসীদের আগ্রহ বেশি থাকছে। সেই তালিকায় এই ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে শাকিব খানের ‘রাজকুমার’, এরপর শরীফুল রাজ অভিনীত ‘ওমর’ সিনেমাটি দেশের বাইরে মুক্তি পেতে যাচ্ছে।

দেশের মাল্টিপ্লেক্সগুলোতে ভালো যাচ্ছে শরীফুল রাজ অভিনীত ঈদের সিনেমা ‘ওমর’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ছবিটি এবার দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে মুক্তি পাচ্ছে।

প্রথমে মুক্তি পাচ্ছে নিউইয়র্ক, বোস্টন, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, শিকাগো, মিয়ামি, ভার্জিনিয়া, ডালাসসহ যুক্তরাষ্ট্রের প্রায় ২০টি অঙ্গরাজ্যের মাল্টিপ্লেক্স থিয়েটার হলে।

‘ওমর’ সিনেমার দৃশ্য। ছবি : পরিচালকের সৌজন্যে

২৬ এপ্রিল একযোগে মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ডালাস, শিকাগো, সান ফ্রান্সিসকোতে। এরপর পর্যায়ক্রমে বাকি অঙ্গরাজ্যে প্রদর্শিত হবে ছবিটি। আগামী ১২ মে পর্যন্ত এসব অঙ্গরাজ্যে চলবে ছবিটি।

তবে তার আগেই ১০ মে থেকে কানাডার টরন্টো, মিসিসাগা, অটোয়া, মন্ট্রিয়েল, ক্যালগারি, এডমন্টনসহ আরও বেশ কয়েকটি জায়গায় মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হবে ছবিটি।

মে মাসের শেষের দিকে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, দুবাই, আবুধাবিতে মুক্তি পাবে ‘ওমর’। ছবিটি দেশের বাইরে পরিবেশন করছে আন্তর্জাতিক পরিবেশনা প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মস।

প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ হামিদ যুক্তরাষ্ট্র থেকে হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে বলেন, কয়েক বছর ধরে প্রবাসী বাঙালিদের মধ্যে বাংলাদেশি সিনেমা নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে। এর আগে ‘হাওয়া’, ‘পরান’, ‘সুড়ঙ্গ’, ‘প্রিয়তমা’সহ বেশ কয়েকটি ছবি প্রবাসীদের মধ্যে হইচই ফেলে দিয়েছিল। তা ছাড়া এখন তো কিছু কিছু ছবি আন্তর্জাতিক মানের তৈরি করছেন বাংলাদেশের পরিচালকেরা। দেশে আলোচনা তৈরি হচ্ছে ওই সব ছবির। যা দেশের বাইরে প্রবাসী দর্শকের মধ্যেও ছড়িয়ে পড়ছে।
বাংলাদেশি সিনেমা নিয়ে এই পরিবেশকের ভাষ্য, ‘একসময় ইউরোপ–আমেরিকাতে মিলনায়তন ভাড়া করে বাংলা সিনেমা চালানো হতো। এখন হলিউডের ছবির পাশাপাশি মাল্টিপ্লেক্সে বাংলাদেশি সিনেমা মুক্তি পাচ্ছে। এটি বাংলাদেশি সিনেমার অর্জন। এ ছাড়া প্রবাসী বাঙালিদের পাশাপাশি কিছু ভারতীয় বাংলা ভাষাভাষীরাও এখানে আমাদের সিনেমা দর্শক।’

‘ওমর’ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নাসির উদ্দিন খান, রোজী সিদ্দিকী, এরফান মৃধা শিবলু, আয়মান শিমলা, কলকাতার দর্শনা বণিক প্রমুখ।