সিনেমা থেকে দূরে থাকলেও কাজ দিয়েই প্রায়ই ভাইরাল হন চলচ্চিত্র অভিনেতা বাপ্পারাজ। কখনো তাঁর অভিনীত ব্যর্থ প্রেমের চরিত্রের সঙ্গে ট্যাগ লাইন লাগিয়ে দেওয়া হয়। কখনো তাঁর অভিনীত গান–ভিডিও ভাইরাল হয়। কখনো ‘চাপা ডাঙ্গার বউ’, ‘প্রেমগীত’, ‘জিনের বাদশাহ’সহ অনেকে সিনেমার আলোচনায় উঠে আসেন একসময়ের এই জনপ্রিয় নায়ক। এবারও তিনি ভক্তদের কাছে নতুন করে আলোচনা এসেছেন।
সম্প্রতি উপদেষ্টা নিয়োগ নিয়ে বেশ কথা হচ্ছে। কে হতে পারে সরকারের পরবর্তী উপদেষ্টা। এ ছাড়া আর কী কী বিষয়ক উপদেষ্টা হতে পারে, এ নিয়েও কেউ কেউ মজার ছলে আলোচনা করছেন। সেই আলোচনায় হঠাৎ করেই একটি কার্ডে দেখা যায়, বাপ্পারাজ কাঁদছেন, এমন একটি ছবি। সেই কার্ডে লেখা, আরও যারা উপদেষ্টা হতে পারেন, তাঁদের মধ্যে ব্যর্থ প্রেমবিষয়ক উপদেষ্টা হতে পারেন বাপ্পারাজ।
সেই কার্ডটি নজর কেড়েছে বাপ্পারাজের। তিনি সেই কার্ডটি নিজের ফেসবুকে পোস্ট করে বাপ্পারাজ লিখেছেন, ‘যেভাবেই হোক, মানুষ আমাকে মনে রেখেছে। আজকেও মনে করে। একজন শিল্পীর জীবনে এর চেয়ে বড় পুরস্কার আর কী হতে পারে।’
তাঁর পোস্টে চলচ্চিত্র অভিনেত্রী শাবনাজ লিখেছেন, ‘আপনি একজন অসাধারণ জাত অভিনেতা।’ পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক লিখেছেন, ‘আপনি সব খানেই সফল ভাইয়া।’ মজা করে আরেক পরিচালক শাফি উদ্দীন শাফি লিখেছেন, ‘সফল প্রেমের অনেক মুভিও আছে আপনার, তাই জোর দাবি জানাচ্ছি আপনাকে প্রেমবিষয়ক উপদেষ্টা করা হোক।’ পরিচালক অঞ্জন আইচ লিখেছেন, ‘অবশ্যই মনে রাখবে আপনাকে।’
ভক্তরাও নানা রকম মন্তব্য করেছেন। মাহবুব রহমান নামের এক ভক্ত লিখেছেন, ‘আপনি আমাদের নব্বই প্রজন্মের চলচ্চিত্রপ্রেমীদের কাছে বাংলা সিনেমার সেরা নায়কদের একজন। আপনার প্রাণবন্ত সাবলীল অভিনয় কখনোই ভোলার নয়। আপনার অভিনয় এখনো মিস করি আমরা।’
রিজু নামের একজন লিখেছেন, ‘আপনার “চাপা ডাঙ্গার বউ” ও “জিনের বাদশাহ” দুটি চলচ্চিত্র আপনাকে অমর করে রাখবে।’ আরেক ভক্ত লিখেছেন, ‘এখনো মনে আছে আপনার অভিনীত “প্রেমের সমাধি”, “প্রেম গীত” সিনেমার কথা।’
ভালো চরিত্র না পাওয়ায় দীর্ঘদিন ধরেই তিনি সিনেমার অভিনয় থেকে দূরে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) চলচ্চিত্র অভিনয়শিল্পীদের সংগঠন নিয়ে অনেক সময় ক্ষোভ প্রকাশ করে দূরে থেকেছেন। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘এফডিসিতে রাজনীতি বেশি হয়। একজন চলচ্চিত্র অভিনেতা হিসেবে এমন নানা ঘটনায় বিব্রত হতে হয়।’