আগামী ১১ আগস্ট থেকে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া (ইফসা), এটি টরন্টোতে হয়। এটি সাউথ এশিয়ার চলচ্চিত্রের জন্য এটি সবচেয়ে উৎসব।
আগামী ১১ আগস্ট থেকে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া (ইফসা), এটি টরন্টোতে হয়। উৎসবের প্রথম দিনেই টরন্টো স্থানীয় সময় ৬টা ৩০ মিনিটে দেখানো হবে মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’। সিনেমায় অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী, তাহসান খান, মেগান মিশেল প্রমুখ। ছবি: সংগৃহীত
এটি সাউথ এশিয়ার চলচ্চিত্রের জন্য এটি সবচেয়ে উৎসব। উৎসবে তৃতীয় দিনে দেখানো হবে কলকাতার আদিত্য বিক্রমসেন গুপ্ত পরিচালিত ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন কলকাতা’। সিনেমায় শ্রীলেখা মিত্রসহ বাংলাদেশের অভিনেত্রী শিশু অভিনয় করেছেন। সিনেমাটি ১৩ আগস্ট ২টায় দেখানো হবে। ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
ভারতের চলচ্চিত্র নির্মাতা ইন্দ্রানী চক্রবর্তীর পরিচালনায় সাদ সিনেমাটি প্রদর্শনী হবে ১৩ আগস্ট। সিনেমায় অভিনয় করেছেন পাওলি দাম, রাহুল ব্যানার্জি প্রমুখ। ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
তরুণ নির্মাতা রাব্বি মৃধা পরিচালিত ‘পায়ের তলায় মাটি নেই’ সিনেমাটির প্রিমিয়ার হয়েছিল বুসান চলচ্চিত্র উৎসবে। সিনেমাটি প্রদর্শিত হবে ১৪ আগস্ট বেলা দুইটায়। অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার, দীপান্বিতা মার্টিন প্রমুখ। ছবি: সংগৃহীতউৎসবে স্বল্পদৈর্ঘ্য বিভাগে জায়গা করে নিয়েছে বাশার জর্জিসের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মনিং কফি’। এখানে অভিনয় করেছেন আফজাল হোসেন, জাকিয়া বারী মম প্রমুখ। ‘পায়ের তলায় মাটি নেই’ সিনেমার সঙ্গে এটি প্রদর্শিত হবে। ছবি: সংগৃহীত১৪ আগস্ট বিকেল চারটায় প্রদর্শিত হবে ‘রেহানা মরিয়াম নুর’। আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। বাঁধন, কাজী সামি প্রমুখ। ছবি: সংগৃহীতকলকাতার পরিচালক মাধুজা মুখার্জির ‘দ্বীপ-৬’। সিনেমাটি ১৪ আগস্ট ৬টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে। সিনেমায় অভিনয় করেছেন তিলোত্তমা সোম, চন্দন রায়, সুমিত ঠাকুর প্রমুখ। ছবি: সংগৃহীতদীর্ঘদিন আগে ‘সাটারডে আফটার নুন সিনেমাটির শুটিং শেষ হলেও এখনো দেশে মুক্তি পায়নি। ইতিমধ্যে সিনেমাটি বেশ কিছু চলচ্চিত্র উৎসবে প্রদর্শন হয়েছে। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন পরমব্রত, তিশা, জাহিদ হাসান প্রমুখ। ১৩ আগস্ট সাড়ে ৪টায় প্রদর্শিত হবে। এ ছাড়া উৎসবে বাংলা ইংরেজি ভাষাভাষীসহ শতাধিক সিনেমা প্রদর্শিত হবে। ছবি: সংগৃহীত