উৎসবের পোস্টার
উৎসবের পোস্টার

‘রিশকা’ উৎসবে যা থাকছে

ঢাকায় দুই দিনব্যাপী রিশকা ফেস্টিভ্যালের আয়োজন করেছে ‘রিশকা’ কানেক্টস। ২৯ ও ৩০ নভেম্বর রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে উৎসবের। আয়োজকদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখানে রিকশাচিত্র প্রদর্শনীর পাশাপাশি অনুষ্ঠিত হবে মেলা, থাকবে সিনেমা ও কনসার্ট।
উৎসবের প্রথম দিন বিকেল চারটায় প্রদর্শিত হবে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত চলচ্চিত্র ‘মনপুরা’, সিনেমা শেষে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন নির্মাতা। এদিন সন্ধ্যা সাতটায় সংগীতায়োজনে গান শোনাবে জলের গান।

আয়োজনের দ্বিতীয় দিন বেলা সাড়ে তিনটায় প্রদর্শিত হবে তৌকীর আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘দারুচিনি দ্বীপ’। আর এদিন সন্ধ্যা সাতটায় ব্যান্ড ইন্দালোর একক পারফরম্যান্সের মাধ্যমে পর্দা নামবে জমকালো এই উৎসবের।

এসব ছাড়া দুই দিনব্যাপী এ উৎসবে থাকবে বাউলগান ও অন্যান্য ঐতিহ্যবাহী পরিবেশনা। এ ছাড়া থাকবে গ্লাসহাউসে রিকশাশিল্প ও সাংস্কৃতিক প্রদর্শনী।

উৎসব উপলক্ষে আয়োজিত মেলায় থাকবে নানা ব্র্যান্ডের স্টলসমৃদ্ধ পণ্য। প্রতিভা ফাউন্ডেশনের উদ্যোগে হবে রিকশা পেইন্টিং কর্মশালা ও ক্লেস্টেশনের পরিচালনায় থাকবে টেরাকোটা কর্মশালা।

আয়োজন নিয়ে রিশকা কানেক্টসের প্রধান নির্বাহী তৌসিফ ইসলাম বলেন, ‘রিশকা ফেস্টিভ্যাল শুধু একটি অনুষ্ঠান নয়, আমাদের দৈনন্দিন জীবনে বাঙালি ঐতিহ্যকে উদ্‌যাপনের এক সুযোগ। এ উৎসব দর্শকদের মধ্যে আমাদের রিকশাশিল্প ও ঐতিহ্য নতুন করে উদ্‌যাপন করবে।’
সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ আয়োজন।