তারকাদের প্রেম, সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি হওয়া নতুন কিছু নয়। তবে প্রেমের এই গুঞ্জন নিয়ে বেশির ভাগ তারকাই শুরুতে হেসে উড়িয়ে দিয়েছেন। কেউ কেউ এমন বলেছেন, পেশাগত জায়গা থেকে শুধুই বন্ধুত্ব। অনেকেই স্বীকারই করেননি প্রেমের কথা। পরবর্তী সময়ে ভক্তদের ধারণাই সঠিক হয়েছে। গুঞ্জন থেকেই বিয়ে পিঁড়িতে বসেছিলেন এসব তারকা।
সম্প্রতি অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিয়ের খবর প্রকাশ্যে এসেছে। তিনি ২৪ ফেব্রুয়ারি বিয়ে করতে যাচ্ছেন পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীবকে। তাঁদের প্রথম একসঙ্গে দেখা যায় ২০১৮ সালের ১১ আগস্ট। সেদিনই প্রথম আদনান আল রাজীবের সঙ্গে সিঁড়িতে বসে থাকার একটি ছবি পোস্ট করে মেহজাবীন চৌধুরী ক্যাপশনে লিখেছিলেন, ‘ধাপে ধাপে, সিঁড়ির পর সিঁড়ি, নিজেকে বিশ্বাস করো এবং তুমি থাকবে যেখানে।’ সেই থেকেই এই অভিনেত্রী ও পরিচালকের সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি হয়। এরপর কখনো তাঁদের একসঙ্গে বিপণিবিতানে হাত ধরে হাঁটতে দেখা গেছে, কখনো সিনেমা, রেস্তোরাঁয় আড্ডাসহ বিশেষ দিনগুলোতেও পাশাপাশি পাওয়া গেছে দেশ–বিদেশে। বিভিন্ন গণমাধ্যমে তাঁদের সম্পর্কের গুঞ্জনের খবর প্রকাশিত হলেও প্রেম নিয়ে মুখ খোলেননি কেউ। অবশেষে গুঞ্জন সত্যি হয়েছে।
বিয়ে করবেন, এমন ভাবনা তখনো ছিল না নাঈম-শাবনাজের। তবে প্রথম সিনেমা থেকেই তাঁদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। পরবর্তী সময়ে তাঁরা জুটি হয়ে কাজ করেন। শুরু হয় তাঁদের নিয়ে প্রেমের গুঞ্জন। যদিও ‘বিষের বাঁশি’ চলচ্চিত্রে কাজ করার সময় প্রেমের সম্পর্কে জড়ান। সেই প্রেম চলে বেশ কিছু সময়। এই প্রেম নিয়ে ঢালিউড পাড়ায় গুঞ্জনও তৈরি হয়। সিনেমার তখন আলোচিত নাম তাঁরা। কিন্তু প্রেম বিয়ে নিয়ে তেমন কথা বলতেন না। পরে প্রেমের গুঞ্জন বেশি দূর এগোতে দেননি। একসময় সত্য হয় এই সিনেমার সফল জুটির প্রেমের খবর। ১৯৯৪ সালে হঠাৎ বিয়ে করে ফেলেন তাঁরা। দেখতে দেখতে তিন দশক পেরিয়ে গেছে তাঁদের সংসার।
‘আত্ম অহংকার’-এর শুটিং করতে সিলেটের জৈন্তাপুরে গিয়েছিলেন মৌসুমী ও ওমর সানী। তখন তাঁদের মধ্যে বেশ ভালোই বন্ধুত্ব গড়ে ওঠে। সেখানে শুটিংয়ের সময় মৌসুমী হঠাৎ ওমর সানীকে জানান, কাল তাঁর জন্মদিন। দুপুরে তাঁরা একসঙ্গে খাবেন। সেই সময় ওমর সানী প্রথম মৌসুমীকে উপহার দেন। তাঁর প্রথম উপহার ছিল সোনার চেইন। ওমর সানী নিজের গলা থেকে প্রায় চার ভরি ওজনের একটা সোনার চেইন মৌসুমীকে উপহার দেন। এ নিয়ে তখনো আলোচনায় আসেন তাঁরা। একসময় প্রেমের গুঞ্জন প্রকাশ্যে চলে আসে। ওমর সানী নিজেও একসময় গণমাধ্যমে জানিয়ে দেন তিনি মৌসুমীর প্রেমে পড়েছেন। তারপরও এই সম্পর্কে জোড়া লাগতে অনেক কাঠখড় পোহাতে হয়েছিল এই দম্পতিকে।
প্রেম-বিয়ের গুঞ্জন নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হয়েছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। একাধিকবার প্রেমের ঘটনা নিয়ে আলোচনা তৈরি হলেও এই নিয়ে দীর্ঘদিন কেউ মুখ খোলেননি। অবশেষে জানা যায়, শুধু প্রেম নয়, তাঁরা বিয়ে করেছেন। বাচ্চাও রয়েছে। শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে হয় ২০০৮ সালের ১৮ এপ্রিল। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় তাঁদের সন্তান আব্রাহাম খান জয়ের। শাকিব-অপু দুজনই সন্তান জন্মের বিষয়টি গোপন রাখেন। ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টিভি চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের খবর ফাঁস করেন অপু বিশ্বাস। পরের বছর ২০১৮ সালের ১২ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের।
২০২০ সালের দিকে এই নায়িকা এক তরুণ গায়কের প্রেমে পড়েন। এ নিয়ে ফেসবুক স্ট্যাটাস সূত্রে বেশ কয়েকবার প্রেমের গুঞ্জন ছড়ায়। কিন্তু প্রেম বিয়ে নিয়ে তখনো মুখ খোলেননি। অবশেষে ২০২৩ সালের শেষের দিকে নায়িকা আঁচল আঁখি জানান, তিন বছর আগে বিয়ে করেন চিত্রনায়িকা। তাঁর বর তরুণ গায়ক সৈয়দ অমি। একসঙ্গে প্রথম একটি মিউজিক ভিডিওর শুটিং থেকেই তাঁদের মধ্যে প্রেমের শুরু।
করোনার মধ্যে বেশ কয়েকবার একজন চিত্রনাট্যকারের সঙ্গে পাহাড়ে ঘুরতে যান। দুজনই তাঁদের ছবি ফেসবুকে পোস্ট করেন। তখন প্রেমের গুঞ্জন ছড়ায় অভিনেত্রী মৌসুমী হামিদকে ঘিরে। তবে এ নিয়ে তেমন পাত্তা দেননি এই অভিনেত্রী। জানিয়েছিলেন, শুটিংয়ের ফাঁকে পোস্ট করা ছবি। অবশেষে গত বছর শুরুতেই জানান, ঘুরতে যাওয়া সেই সঙ্গী প্রেমিক আবু সাইয়িদকে বিয়ে করছেন। জানুয়ারিতে তাঁদের বিয়ের বছরপূর্তি হয়।
২০১৯ সালে ঈদুল আজহার টেলিছবির শুটিং করতে গিয়ে প্রথম দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। বন্ধুত্ব থেকে প্রেম। একসঙ্গে পরে জুটি হয়ে কাজ করেন। তখন প্রেম নিয়ে গুঞ্জন ছড়ায়। কিন্তু প্রেমের কথা কেউ স্বীকার করেননি। পরে ২০২০ সালে তাঁরা বিয়ে করেন। তাঁদের প্রেম নিয়েও ভক্তদের ধারণাই সত্যি হয়।
দুই বছর ধরে শোনা যাচ্ছিল গায়িকা লিজা বিয়ে করেছেন। কিন্তু বিয়ে নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই বলছিলেন না এই গায়িকা। এর মধ্যে লিজা হোয়াটসঅ্যাপের প্রোফাইলে নতুন একটি ছবি পোস্ট করেন। পোস্ট করা ছবির সূত্র ধরে গত নভেম্বরে হঠাৎ করেই প্রকাশ্যে আসে এই তারকার বিয়ের গুঞ্জন। পোস্ট করা ছবিতে লিজার সঙ্গে ছিলেন সবুজ খন্দকার। পরে লিজা বিয়ে নিয়ে মুখ খোলেন। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সবুজকে বিয়ে করেছেন এই গায়িকা।
বিয়ের খবর প্রকাশ্যে আসার পরও বিয়ে নিয়ে কোনো কথা বলতে চাননি গায়িকা পড়শী। তবে সহকর্মীদের মাধ্যমে আগেই জানা গিয়েছিল যুক্তরাষ্ট্রপ্রবাসী নিলয়ের সঙ্গে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এ বিয়ে নিয়ে বেশ গুঞ্জন তৈরি হলে পরে এই গায়িকা মুখ খোলেন। তিনি জানান, দীর্ঘদিনের প্রেম ছিল আরেক গায়ক নিলয়ের সঙ্গে। তাঁকে বিয়ে করেছেন। তাঁদের প্রথম দেখা হয়, ২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার মঞ্চে।