সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান জয় চৌধুরী
সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান জয় চৌধুরী

ক্ষমা চাইতে এসে আবারও বাগ্‌বিতণ্ডায় জয় চৌধুরী

শিল্পী সমিতির নব নির্বাচিতদের শপথগ্রহণের দিন সাংবাদিকদের ওপরে চড়াও হয়েছিলেন কমিটির সদস্যরা। মারামারি-হাতাহাতি-বাগ্‌বিতণ্ডায় উত্তপ্ত হয়ে ওঠে এফডিসি প্রাঙ্গণ। জানা গেছে, শিল্পী সমিতির সদস্য খল অভিনেতা শিবা সানুর সঙ্গে ইউটিউবারদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একসময় পুরো পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। গত মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের ওপর হামলা হয়। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায়, সাংবাদিকদের ওপর চড়াও হচ্ছেন সদ্য নির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো।

এরপর থেকেই অভিযুক্ত শিল্পীদের নিয়ে সমালোচনা চলছে। এমন কী সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানাচ্ছে শোবিজ অঙ্গনের তারকারাও। চারদিক যখন উত্তপ্ত তখন সাংবাদিকদের কাছে ক্ষমা চাইতে হাজির হয়েছেন জয় চৌধুরী। কিন্তু ক্ষমা চাইতে এসে আবারও সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ালেন অভিনেতা।  

সে দিনের ব্যাখ্যা দিতে গিয়ে জয় চৌধুরী বলেন, ‘আপনাদের সঙ্গে আজকে আমার ১২ বছরের সম্পর্ক, কেউ কখনই বলতে পারবে না আপনাদের কখনো ছোট করে কোনো কথা এ পর্যন্ত আমি বলেছিলাম। আমি কখনই বলি নাই। ভাইয়েরা রক্তাক্ত, অসুস্থ—যেটাই হোক সে দায়ভার আজকে আমার ওপর এসে পড়েছে। এটা আমার কাছে অনেক বেশি কষ্টের ব্যাপার।

চিত্রনায়িক জয় চৌধুরী। ফেসবুক থেকে

আমি কল্পনাও করিনি, আজকে আমার ভাইদের রক্তের দাগ আমার ওপর পড়বে। সারা রাত আমি আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি যে আমি স্পটে ছিলাম না। আমি থাকা অবস্থায় যদি কিছু হইতো, সেটার দায়ভার আমি নিতাম। আপনারা যারাই বলছেন, আমার কথা বা আমার সদস্যরা যারাই এ ঘটনার সঙ্গে জড়িত, আপনারাই বলছেন আমি সবার পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ভবিষ্যতে কেউ আমার সামনে থেকে এমন কাজ করবে না।’

এই বক্তব্যের পরই শুরু হয় হট্টগোল। সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান জয় চৌধুরী। জয়কে সরাসরি দুঃখপ্রকাশ করতে বলেন সাংবাদিকেরা। আশপাশে থাকা সবার অনুরোধে জয় বলেন, ‘কালকের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি দুঃখিত।’ কিন্তু এরপর আবারও শুরু হয় হট্টগোল। একপর্যায়ে সেখান থেকে চলে যান জয় চৌধুরী।