‘জীবনের মানসিক দ্বন্দ্বগুলো দর্শকেরা পছন্দ করবেন’

সিনেমাটির পোস্টার
 সিনেমাটির পোস্টার

পবিত্র ঈদুল আজহায় মুক্তি পেয়েছে পাঁচ সিনেমা। এর মধ্যে ‘তুফান’ নিয়ে এখনো আলোচনা চলছে। মাঝখানে চার সপ্তাহে নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। এই শুক্রবার থেকে জুলাই মাসের খাতা খুলছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। সংগঠনটি জানিয়েছে, জুলাই মাসজুড়ে চারটি সিনেমা মুক্তির আবেদন পেয়েছে তারা। এর মধ্যে ১২ জুলাই ‘আজব কারখানা’; ১৯ জুলাই ‘জিম্মি ও ডাইরেক্ট অ্যাকশন’ এবং ২৬ জুলাই ‘হৈমন্তীর ইতিকথা’ মুক্তির কথা রয়েছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে সিনেমা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘হৈমন্তী’ অবলম্বনে হৈমন্তীর ইতিকথা নির্মাণ করেছেন পরিচালক মির্জা সাখাওয়াৎ হোসেন। ২৬ জুলাই সিনেমাটি মুক্তি পাচ্ছে। এই সিনেমার মাধ্যমে নায়িকা ঐশিকা ঐশীর ঢালিউডে অভিষেক ঘটছে। তাঁর বিপরীতে রয়েছেন চিত্রনায়ক সাইফ খান।

সাইফ খান ও নায়িকা ঐশিকা ঐশী। ছবি: ফেসবুক

সিনেমাটি নিয়ে আশাবাদী পরিচালক মির্জা সাখাওয়াৎ হোসেন বলেন, ‘আমাদের সিনেমাটি জীবনঘনিষ্ঠ। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গল্পের আবহ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এখানে সেই চিরন্তন আবহ আছে। যৌতুকপ্রথা এখনো কিন্তু শেষ হয়ে যায়নি। জীবনঘনিষ্ঠ সেই বিষয়গুলোই সিনেমায় গুরুত্ব পেয়েছে। আবহমানকালের সেই স্পর্শ দর্শক নতুন করে পাবেন। জীবনের মানসিক দ্বন্দ্বগুলো দর্শকেরা পছন্দ করবেন।’

পরিচালক মির্জা সাখাওয়াৎ হোসেন। ছবি: ফেসবুক

সিনেমাটি নিয়ে ইতিমধ্যে প্রচার–প্রচারণা শুরু করেছেন পরিচালক। তাঁর ভাষ্যে, ‘যাঁরা সাহিত্যনির্ভর সিনেমা দেখেন, জীবনঘনিষ্ঠ সিনেমা দেখেন, তাঁরা আমাদের সিনেমার দর্শক। আমরা আমাদের দর্শকদের কাছে সিনেমাটি নিয়ে যেতে চাই।’

২০২২ সালে মানিকগঞ্জের জমিদারবাড়িতে সিনেমার শুটিং শুরু হয়। পরে পুবাইল, উত্তরাসহ বেশ কিছু লোকেশনে সিনেমার শুটিং হয়েছে। প্রথমবার কোনো সাহিত্যনির্ভর গল্পে অভিনয় করেছেন সাইফ খান। তিনি বলেন, ‘সিনেমাটিতে আমরা অনেক যত্নে কাজ করেছি। এটি অনেক চ্যালেঞ্জিং ছিল। আশা করছি, দর্শকেরা হতাশ হবেন না।’ এতে আরও অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, রাশেদা চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, মির্জা সাখাওয়াৎ হোসেন প্রমুখ।

‘ডাইরেক্ট অ্যাকশন’ ছবিতে অভিনয় করেছেন আমিন খান ও পপি। ছবি: ফেসবুক

আরও দুই সিনেমা ১৯ জুলাই এক দিনে দুই সিনেমা জিম্মি ও ডাইরেক্ট অ্যাকশন মুক্তির আবেদন পেয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। মনতাজুর রহমান আকবর পরিচালিত জিম্মি সিনেমায় খল অভিনেতা ডিপজল, শিরিন শিলাসহ অনেকে অভিনয় করেছেন। পরিচালক সাদেক সিদ্দিকীর ডাইরেক্ট অ্যাকশন সিনেমায় আমিন খান, পপিসহ অনেকে অভিনয় করেছেন।