ওমর সানীর সার্কাসে নাচার ভিডিওটি যেমন ভাইরাল হয়েছে
ওমর সানীর সার্কাসে নাচার ভিডিওটি যেমন ভাইরাল হয়েছে

সার্কাসে নাচের ভিডিও ভাইরাল: যা বললেন চিত্রনায়ক ওমর সানী

এই ঈদের মুক্তির তালিকায় ছিল চিত্রনায়ক ওমর সানী অভিনীত ‘ডেডবডি’ সিনেমাটি। তবে শেষ পর্যন্ত সিনেমাটি ঈদের সিনেমার তালিকায় থাকছে না। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হচ্ছে। তবে এর চেয়ে বেশি আলোচনা হচ্ছে একটি সার্কাস অনুষ্ঠানের ভিডিও নিয়ে। সেখানে দেখা গেছে, ওমর সানী একজন সহশিল্পীর সঙ্গে নৃত্য পরিবেশন করছেন। চারপাশে দর্শক।
ওমর সানীর সার্কাসে নাচার ভিডিওটি যেমন ভাইরাল হয়েছে, তেমনি তাঁকে নিয়ে নানা আলোচনাও হচ্ছে। অনেকের মতে, একসময়ের ব্যস্ত এই চিত্রনায়কের এভাবে সার্কাসে অংশ নেওয়া ঠিক হয়নি। অনেকে আবার অভিনেতার পেশাদারত্ব নিয়ে ইতিবাচক মন্তব্য করছেন। যাঁকে নিয়ে এত আলোচনা, তিনি কী বলছেন? মঙ্গলবার বিকেলে প্রথম আলো বিনোদন থেকে যোগাযোগ করা হয়েছিল ওমর সানীর সঙ্গে।

শুরুতেই ওমর সানী জানান, ১৫-২০ বছর আগে থেকেই তিনি দেশের বিভিন্ন অঞ্চলে সার্কাসে অংশ নেন। এতে মোটেও বিব্রত বা বিচলিত নন তিনি। তাঁর ভাষ্য, ‘আমাদের এখানে অনেক বড় বড় তারকাও করেছেন। এখনো কেউ কেউ সার্কাসে শো করেন। ইলিয়াস কাঞ্চন সাহেব, মিশা সওদাগর, শাকিল খান, অমিত হাসানরাও করেছেন। এমনকি এখনকার সময়ের বড় তারকা শাকিব খানও ভারতের আসামে গিয়ে প্যান্ডেল ঘেরা মঞ্চে নাচেন। আর এসব করলে সমস্যাই-বা কী? আমি তো চুরি-ডাকাতি করছি না।’

নায়ক ওমর সানী– নায়িকা মৌসুমী

পরিবারের প্রসঙ্গ টেনে ওমর সানী বলেন, ‘আমার এসব কাজে আমার স্ত্রী, ছেলে-মেয়ে তো কোনো কথা বলে না, অন্যদের সমস্যা কী? আমি আরও করব। মানুষের খেয়েদেয়ে কাজ নেই, এসব নিয়ে ভাইরাল করায় পটু। আমার সংসার, আমার জীবন আমাকেই চালাতে হয়। আমি সুযোগ পেলে যাত্রাতেও অভিনয় করব। আমি কমার্শিয়াল শিল্পী, পয়সার বিনিময়ে এসব কাজ করি।’

তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী সঙ্গে ছেলে ফারদীন ও মেয়ে ফাইজা

ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, ‘ভারতে মিঠুন চক্রবর্তী, গোবিন্দরা এমন কাজ করেন। ওখানে তাঁদের তো কেউ ছোট করেন না। আর আমরা করলেই ভাইরাল। এ জন্য তো আমাদের বহির্বিশ্ব পাত্তা দেয় না।’ নিজ থেকেই নিজের রেস্তোরাঁ ব্যবসার প্রসঙ্গটি আনেন, বলেন, ‘অনেকে বলেন, “আপনি ওমর সানী রেস্তোরাঁ দিয়ে ভাতের হোটেল খুলে বসেছেন।” কেন, ভাতের হোটেল খুলে বসলে সমস্যা কী?’

ওমর সানী

১৯৮৯ সালে ‘এই নিয়ে সংসার’ ছবির শুটিংয়ের মধ্য দিয়ে প্রথম ঢালিউডে শুটিং শুরু করেছিলেন সানী। অর্থনৈতিক সংকটে পড়ে ছবিটির কাজ থেমে যায়। পরে মুক্তি পায় ওমর সানী অভিনীত ‘চাঁদের আলো’ ছবিটি। এ ছবির মধ্য দিয়ে তাঁর চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর তিনি ‘প্রেম প্রতিশোধ’, ‘মহৎ’, ‘আখেরি হামলা’, ‘চাঁদের হাসি’, ‘দোলা’, ‘আত্ম অহংকার’, ‘কুলি’, ‘কাঞ্চনমালা’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। ‘দোলা’ ছবিতে প্রথম তিনি মৌসুমীর সঙ্গে অভিনয় করেন। ১৯৯৬ সালের ২ আগস্ট তাঁরা বিয়ে করেন।